এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৩ অক্টোবর : ইসরায়েল ডিফেন্স ফোর্সের(আইডিএফ) বিধ্বংসী বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী ‘হামাস’ । হামাসের কয়েক’শ ঘাঁটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । সন্ত্রাসীরা এখন গাজা উপত্যকার গোপন সুড়ঙ্গ ও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে । এদিকে হামাসকে সম্পূর্ণ নির্মুল করতে বদ্ধ পরিকর আইডিএফ । সেই লক্ষ্যে এবার গাজা উপত্যকায় ভয়ঙ্কর স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসরায়েল । ইতিমধ্যেই হাজার হাজার সৈন্য সীমান্তে জড়ো হয়ে আছে । নির্দেশ পেলেই তারা ঢুকে যাবে গাজা উপত্যকায় ।
তার আগে সাধারণ মানুষের মৃত্যু ঠেকাতে গাজা শহরের সাধারণ মানুষকে শহর ছেড়ে দক্ষিণে চলে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
ব্রিটিশ সংবাদপত্র বিবিসির প্রতিবেদনে জানা গেছে,সেনাবাহিনীর কর্মকর্তারা শহরে জারি করা এক বিবৃতিতে বলেছে যে নিজেদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য শহরটি যেন অবিলম্বে খালি করে দেওয়া হয় এবং হামাস সন্ত্রাসীদের থেকে তারা যেন নিজেদের দূরে রাখেন । জন্য অনুরোধ করা হয়েছে যাতে সন্ত্রাসীরা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে । ‘নতুন ঘোষণা হলেই আপনারা গাজা শহরে ফিরে আসবেন’ বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ । আরও বলা হয়েছে,আগামী দিনগুলিতে আইডিএফ গাজা শহরে তার গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করবে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে যথাসাধ্য চেষ্টা করবে ।
গাজা শহর হল গাজা উপত্যকার একমাত্র প্রধান শহর এলাকা । আইডিএফ অনুমান করছে যে হামাস জঙ্গিরা শহরের নিচে সুড়ঙ্গে এবং বেসামরিকদের মধ্যে ভবনের ভিতরে রয়েছে । কিন্তু সাধারণ মানুষের মৃত্যু ঠেকাতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে পারছে না আইডিএফ । এদিকে ইসরায়েলকে গাজায় স্থল অভিযানের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ । কিন্তু জাতিসংঘের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।