এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১১ ডিসেম্বর : সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় দুই লেবানিজ হিজবুল্লাহ সন্ত্রাসীসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস । নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর একটি কেন্দ্রে ইসরায়েল বিমান হামলা চালালে সন্ত্রাসীরা খতম হয় বলে জানা গেছে ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছে যে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। গাজা যুদ্ধ শুরুর আগে থেকেই সিরিয়ায় ইসরায়েলের হামলা চলছিল, কিন্তু ইসরায়েলের ওপর হামাসের হামলার পর তা বেড়েছে বলে জানিয়েছে ওই সংস্থা ।
এদিকে গাজা উপত্যকা থেকে পাওয়া প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখানে বিমান হামলার সাথে সাথে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে ।
হামাস গোষ্ঠী হুমকি দিয়েছে যে ইসরায়েলি পনবন্দিদের তারা জীবিত ছাড়বে না। এদিকে, রাতে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের ওপর ভারী বিমান হামলা চালায় ইসরাইল। সন্ত্রাসী হামাসের কর্মকর্তাদের মতে, রাতের এই হামলার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে । যদিও হামাসের এই দাবির সত্যতা সম্পর্কে সন্দেহ আছে ।।