এইদিন ওয়েবডেস্ক,গাজা,০৩ এপ্রিল : ইসরায়েলি হেফাজতে একজন ফিলিস্তিনি অনশনকারীর জঙ্গির মৃত্যুর পর ইসরায়েলে লাগাতার রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলি । তার পালটা জবাবে মঙ্গলবার রাতে (২ মে ২০২৩) গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসবাদীদের ঠিকানায় বিমান হামলা চালালো ইসরায়েল । তবে মিশর, কাতার এবং জাতিসংঘের কর্মকর্তাদের প্রচেষ্টায় কয়েক ঘণ্টা সংঘর্ষের পর উভয়পক্ষ আজ বুধবার সকালে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর ।
ইসরায়েলি হেফাজতে ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য খাদের আদনানের মৃত্যুর পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় । ৮৭ দিন ধরে কারাগারে অনশন করছিলেন আদনান । তারপর থেকেই হামাস এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি সন্ত্রাসবাদী দলগুলির একযোগে ইসরায়েলের ক্রমাগত রকেট হামলা চালাতে থাকে । তারই পালটা হিসাবে মঙ্গলবার রাতে বিমান হামলা শুরু করে ইসরায়েল ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে । তাতে একজন ২৫ বছর বয়সী বিদেশী নাগরিক সহ মোট তিনজন আহত হয়েছে ।
ইসলামিক জিহাদের দাবি,কারাগারে খাদের আদনানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ এটাকে ইচ্ছাকৃত হত্যা বলে অভিহিত করেছেন। যদিও ইসরায়েল প্রিজন সার্ভিসের (আইপিএস) দাবি, আদনানকে অজ্ঞান অবস্থায় কারাগারে পাওয়া গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।।