এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ আগস্ট : ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলায় ১০ সন্ত্রাসী খতম হয়েছে । আহত হয়েছে ৯২ জন । হতাহতের পরিসংখ্যান দিয়েছে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় । আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে বোমা হামলাটি যুদ্ধাপরাধের সমান কারণ এটি সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এবং বেসামরিক এলাকা ধ্বংস করেছে ।প্রতিবেদনে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে ।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি জেটগুলি ইয়েমেনের রাজধানীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ৩০টি বোমা ফেলেছে । প্রতিবেদনে বলা হয়েছে যে হুথিরা গাজার সমর্থনে ইসরায়েলের উপর তাদের আক্রমণ চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার সতর্ক করে দিয়েছে যে এই আক্রমণগুলি অব্যাহত থাকলে মানবিক সংকট আরও গভীর হবে এবং আরও যুদ্ধাপরাধের পথ প্রশস্ত হবে।।

