এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৪ জানুয়ারী : তেল আবিব নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করবে না। আজ মঙ্গলবার একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইসরায়েল সংবাদপত্র এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে,পনবন্দিদের মুক্তির বিনিময়ে তেল আবিব ইয়াহিয়া সিনওয়ারের মৃতদেহ হামাসের কাছে হস্তান্তর করবে না।এর আগে, সৌদি সংবাদপত্র আল-হাদাত একটি অসমর্থিত প্রতিবেদনে ঘোষণা করেছিল যে পনবন্দি চুক্তির প্রথম পর্যায়ে হামাস সিনওয়ারের মৃতদেহ চায়।উভয় পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দক্ষিণ গাজায় ইসরায়েলি সামরিক হামলায় প্রাক্তন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার খতম হয় । তখন থেকেই ইসরায়েল তার মৃতদেহ ধরে রেখেছে। তেল আবিব তাকে ৭ অক্টোবর, ২০২৩ তারিখে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিহিত করেছে।।