এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৫ এপ্রিল : ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে । এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) প্রাক্তন উপদেষ্টা ইয়াকভ আমিদ্রো জানিয়েছেন,যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই তেল আবিব ইরানের ওপর সামরিক হামলা চালাবে । মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিবর্তন এবং এই অঞ্চলের বাইরে আমেরিকার অগ্রাধিকার পরিস্থিতিকে যুদ্ধের জন্য আরও অনুকুল করে তুলেছে বলে তিনি জানান । শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও জানিয়েছে যে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেছে । উল্লেখ্য, ইয়াকভ আমিদ্রো হলেন ইসরায়েলের প্রাক্তন সামরিক কমান্ডারদের একজন যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রথম মেয়াদে ২০১১-২০১৩ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন ।
অন্যদিকে শুক্রবার ইরানের কর্মকর্তারা লেবানন ও সিরিয়ার দিকে ইসরায়েলের সাম্প্রতিক রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছে যে এই দেশের পতন ঘনিয়ে এসেছে । ইরানের বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েলকে সমর্থন করতে সক্ষম নয় । তিনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছে এবং তার শক্তি প্রয়োগ, প্রভাব এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য কোনও জায়গা অবশিষ্ট নেই ।
প্রসঙ্গত,সম্প্রতি সিরিয়ায় ইরানি বাহিনীর অবস্থানের উপর ইসরায়েলের কয়েকটি বিমান হামলার কারণে বেশ কয়েকজন নিহত হয়েছিল । যে কারনে তেহরান এবং তেল আবিবের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে ।।