এইদিন ওয়েবডেস্ক,গাজা,২৬ অক্টোবর : গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের পঞ্চাশ দিন পর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই সংঘর্ষে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে । মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টুইট করেছে, ইসরায়েলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলি দ্বারা স্পষ্ট যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে ।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, এই সংঘর্ষে ১৭ জন শিশুও নিহত হয়েছে । তার মধ্যে একটি চার বছর বয়সী শিশু, নিজের মায়ের কবর পরিদর্শন করা একজন কিশোর এবং মায়ের সাথে বাড়িতে চা পান করার সময় ইসরায়েলি ট্যাঙ্কের আগুনে নিহত একজন চারুকলার ছাত্র অন্তর্ভুক্ত রয়েছে ।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। তারপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে তিনদিন ধরে সংঘর্ষ চলে । ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের শুরু থেকে এযাবৎ অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে । যার মধ্যে ৫১ জন গত আগস্টে গাজায় ইসরায়েলের তিন দিনের আক্রমণে নিহত হয় । নিহতদের মধ্যে ৩১ জন সাধারণ মানুষ ছিল বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি-জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড রিপোর্টে বলেছেন,’আমরা যে তিনটি মারাত্মক হামলা পরীক্ষা করেছি তা অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত । বেআইনি হামলার শিকার সকল ব্যক্তি এবং তাদের পরিবার ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য ।’ তিনি সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন ।।