এইদিন ওয়েবডেস্ক,১৭ আগস্ট : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে নির্মুল করতে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । পাশাপাশি আর একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহকে নিকেশ করতে প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শনিবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে আরবের সংবাদ মাধ্যমের খবর । লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার সকালে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে পর শিশুসহ আট জন নিহত এবং তিনজন আহত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও ইরানের মদতপুষ্ট লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর মধ্যে হামলা ও পালটা হামলার ঘটনা বেড়েছে। ইসরায়েল গোলান মালভূমিতে একটি খেলার মাঠে সম্প্রতি হিজবুল্লাহর রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হওয়ার ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। রকেট হামলায় নিহতের ঘটনায় প্রতিশোধ নিতে সেদিনই বৈরুতের শহরতলীতে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে খতম করেছে ইসরায়েল।
মূলত গত বছরের ৭ অক্টোবর সন্ত্রাসী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলে নাশকতা চালানোর পর গাজায় নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল । এদিকে লেবাননের হিজবুল্লাহ সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ায় প্রতিবেশি লেবাননেও সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে অন্তত সাড়ে আট হাজার বার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে অবশ্য ৭ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।
এদিকে তেহরানে চোরাগোপ্তা হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে নিকেশ করার পর ইরানের সঙ্গেও উত্তেজনার সৃষ্টি হয়েছে । হিজবুল্লাহর মতো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান । তবে আমেরিকার ভয়ে তারা এখনো চুপচাপ আছে৷ তার পরিবর্তে ইসরায়েলে নাশকতা চালানোর জন্য ইয়েমেনের হুথি,লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাস সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে কাজে লাগাচ্ছে ইরান ।।