এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০৭ এপ্রিল : সম্প্রতি ইসরায়েলের উপর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল লেবানন । যদিও ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে । এদিকে লেবাননের হামলার প্রত্যুত্তরে গাজা ও লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী । শুক্রবার ভোরে ইসরায়েলের ফাইটার জেট বিমান থেকে দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করা হয়েছে ।
আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, লেবাননের টায়ার শহরের দক্ষিণ থেকে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং লেবাননের রাশিদিয়েহে ফিলিস্তিনি বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবিরের ঘন ধোঁয়াও ঢেকে গেছে । ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,লেবানন ছাড়াও হামাস আন্দোলনের ভূগর্ভস্থ টানেলসহ কিছু ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে এদিন । তবে গাজা ও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,চলতি সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী মুখোশধারী লোকজনদের দমন করতে আল- আকসা মসজিদে অভিযান চালিয়ে প্রায় ৩৫০ জন মুসল্লিকে গ্রেপ্তার করে । তারপর থেকে ওয়েস্ট ব্যাঙ্কে অস্থিরতা আরও একবার বেড়ে গেছে ।।