এইদিন ওয়েবডেস্ক,বৈরুত(লেবানন),০৪ অক্টোবর : হিজবুল্লাহর পরবর্তী প্রধান হাশিম সাফি আল-দিন (Hashim Safi al-Din)কে খতম করল ইসরায়েল । লেবাননের মিডিয়াকে উদ্ধৃত করে নিউজ আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাশিম সাফি আল-দিনের(Hashim Safi al-Din) বিরুদ্ধে লক্ষ্যবস্তু হামলা চালায় ইসরায়েল । প্রতিবেদনে বলা হয়েছে,হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসাবে হিজবুল্লাহর পরবর্তী প্রধানের তালিকায় সবার শীর্ষে ছিল সাফি আল-দিন-এর নাম। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, সাফি আল-দিন গভীর ভূগর্ভে একটি বাঙ্কারে লুকিয়ে ছিলেন এবং হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট করেনি সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ ।
স্টেট ডিপার্টমেন্ট ২০১৭ সালে মে মাসে সাফি আল-দিনকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছিল । বুধবার ইসরায়েলের এই আক্রমণ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি উপশহরে হয়েছিল, যেখানে হিজবুল্লাহর অনেকগুলি কম্পাউন্ড অবস্থিত। লেবাননের প্রেস রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে হাসান নাসরাল্লাহ খতম করার অভিযানেত চেয়ে এই ইসরায়েলি হামলাটি অনেক বড় ছিল। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি ।
এদিকে হিজবুল্লাহর পরবর্তী প্রধান নির্বাচিত হওয়ার আগেই ইসরায়েল হাশিম সাফি আল-দিনকে খতম করায় কার্যত চমকে গেছে ইরান । এখন জোর চর্চা চলছে,পরবর্তী কে ? ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পরেও বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক তীব্র বিস্ফোরণে বেশ কয়েকজন হিজবুল্লাহর প্রথম সারির সন্ত্রাসী খতম হয়েছে ।।