এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৫ মে : ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী হামাসপন্থী কাতারি চ্যানেল আল জাজিরার সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে ইসরায়েল । আজ রবিবার সকালেই আল জাজিরার জেরুজালেম অফিসে হানা দেয় ইসসায়েলি পুলিশ । চ্যানেলটিকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করা ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কার্হির অফিসের পাঠানো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা আল জাজিরার পূর্ব জেরুজালেম অফিসে প্রবেশ করছে এবং ভিতরে থাকা সরঞ্জামগুলি নথিভুক্ত করতে শুরু করেছে।
প্রসঙ্গত,আল জাজিরার বেশ কয়েকজন সাংবাদিককে সন্ত্রাসী হামাসের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করার অভিযোগ উঠছিল । ইসরায়েলের নিরাপত্তার জন্য যা খুবই বিপজ্জনক হয়ে ওঠে । তারপর থেকেই চ্যানেলটি নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি উঠছিল । গত এপ্রিলে পাস করা একটি অস্থায়ী আইনের সাথে সঙ্গতি রেখে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম ৪৫ দিনের জন্য বন্ধ করার পক্ষে ভোট দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরে এই পদক্ষেপটি নেওয়া । জাতীয় নিরাপত্তার ক্ষতির সন্দেহে বিদেশী মিডিয়া আউটলেটগুলিকে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়েছে ইসরায়েলের সংসদ ।বেনিয়ামিন নেতানিয়াহুও এক্স পোস্টে বলেন,’উসকানি দেয়া চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে। আমার সরকার সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।’।