এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ নভেম্বর : পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল । মঙ্গলবার ভারতে ইসরায়েলি দূতাবাস এ তথ্য জানিয়েছে । এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নাশকতা চালানো ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করে নিন্দা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার দেড় মাসেরও বেশি সময় পর পাকিস্তানি ইসলামি চরমপন্থী সংগঠন লস্কর-ই- তৈয়বাকে ইসরায়েল সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । ইসরায়েলি দূতাবাস জানিয়েছে যে সমস্ত প্রয়োজনীয় নথি যাচাইকরণ সম্পন্ন হয়েছে এবং লস্কর-ই-তৈয়বা এখন ইসরায়েলের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হয়েছে ।
উল্লেখ্য, ২০১১ সালের ২৬ নভেম্বর রাতে প্রথমে মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় ইসমাইল খান ও আজমল কাসভসহ ১০ জন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসবাদী । ২৯ শে নভেম্বর পর্যন্ত হামলা চলে । তারা একে একে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল এবং ওবেরয় রিসর্টের সদর দফতর এবং নরিমান হাউসে হামলা চালায় । দীর্ঘ ৬০ ঘণ্টা গুলি বিনিময়ের পর জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় পুলিশ । কিন্তু তার আগে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৬৬ জন । আহত হয় ৩০০ জনেরও বেশি মানুষ । এতে নয়জন সন্ত্রাসীও খতম হয় এবং ধৃত সন্ত্রাসী কাসাবকে পরে ফাঁসি দেওয়া হয় ।
পাকিস্তানি সন্ত্রাসীরা ইহুদিদের উপাসনালয় চাবাদ হাউসেও (নরিমান হাউস) হামলা চালায় । দুই হামলাকারী ইহুদিদের পণবন্দি করে। রাব্বি গ্যাব্রিয়েল হোল্টজবার্গ এবং তার গর্ভবতী স্ত্রী রিভকাহ হোল্টজবার্গ সহ ছয়জন ইহুদিকে হত্যা করে সন্ত্রাসীরা । ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ইসরাইল । সেই ২৬/১১ মুম্বাই হামলার ১৫ তম বার্ষিকীকে সামনে রেখে ইসরায়েলের তরফ থেকে লস্কর-ই-তৈয়বাকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । ভারত সরকারের তরফ থেকে ইসরায়েলের কাছে কোনও আবেদন না থাকলেও দেশটি নিজেই এই পদক্ষেপ নিয়েছে ।।