এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৯ সেপ্টেম্বর : মধ্য সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন সন্ত্রাসী খতম হয়েছে । আরও ১৯ জন আহত হয়েছে । রবিবার রাতে এ হামলা চালানো হয়েছে লেবাননের আকাশসীমা থেকে । সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার মম্যাঞ্চলীয় হামা এলাকার পশ্চিমে মাসয়াফ শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা । এতে বেশ কয়েকটি স্থাপনায় আগুনের সূত্রপাত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাসিয়াফের সরকারি হাসপাতালের পরিচালক বলেছেন, হাসপাতালে অন্তত ৫ জনের লাশ এসেছে। আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা বেসামরিক নাগরিক বলে দাবি করা হয়েছে । যদিও ইসরায়েল বলেছে তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাটিতে হামলা চালায় । হতাহতরা সব সন্ত্রাসবাদী ।
হামলার বিষয়ে সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বেশ কয়েকটি আঘাত হেনেছে। তিনি আরও বলেন,
ইসরায়েলি জেট বিমানগুলো লেবাননের আকাশে প্রবেশ করে সেখান থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে। তারা সম্ভবত সিরিয়ার আকাশসীমা এড়াতে চাইছে। কেননা, সিরিয়ায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক বাহিনী সক্রীয় রয়েছে।
কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের ঘাঁটি হল সিরিয়া । বিগত ১৩ বছর ধরে চলমান গৃহযুদ্ধকালে ইসরায়েল নিয়মিতই দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আর সেগুলোর বেশিরভাগই ইরান-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। কারন মধ্যপ্রাচ্যে ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রধান মদতদাতা হল ইরান।
রবিবারের এই আক্রমণটি ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ঘটলো। গত জুলাই মাসে তেহরানে অবস্থানকালে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহকে খতম করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যদিও এখনো পর্যন্ত তারা গাজায় ইসরায়েলের তান্ডব দেখে যাচ্ছে কিন্তু প্রত্যাঘাত করার সাহস জোটাতে পারেনি ।।