এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৭ জুন : ইরানের বিপ্লবী গার্ড কর্পসের খাতাম আল-আম্বিয়া সামরিক কেন্দ্রের নতুন কমান্ডার আলী শাদমানি গতকালের হামলায় হত্যার ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী । ইসরায়েলি গণমাধ্যম আজ মঙ্গলবার(১৭ জুন) জানিয়েছে যে নিযুক্ত হওয়ার চার দিন পর আলী শাদমানি নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুসারে, গোলাম আলী রশিদের স্থলাভিষিক্ত হিসেবে তাকে এই পদে নিযুক্ত করা হয়েছিল । যদিও ইরানি কর্মকর্তারা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে ইরান ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জেরুজালেমের আশেপাশে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।।

