এইদিন ওয়েবডেস্ক,গাজা,২০ এপ্রিল : প্যালেস্টাইন- ইসরায়েল উত্তেজনা অব্যাহত । আর এই পরিস্থিতির মাঝে গাজার বিখ্যাত আল হারাম আল ইব্রাহিমি (Al-Haram Al-Ibrahimi) বা ইব্রাহিমি মসজিদ আবার বন্ধ করে দিল ইসরায়েল । এবার শুধু মসজিদ বন্ধই নয়,মসজিদ চত্বরে রীতিমতো ইহুদিদের কনসার্ট শুরু হয়ে গেছে । জানা গেছে,ইহুদি ধর্মাবলম্বীদের ‘পাসওভার’ উৎসব রয়েছে । আর সেই কারনে রবিবার ইসরায়েলিরা মুসল্লিদের জন্য এই মসজিদটির দরজা বন্ধ করে দেওয়া হয় । বর্তমানে সেখানে পাসওভার উপলক্ষ্যে ইসরাইলিদের জন্য কনসার্ট চলছে বলে খবর ।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইব্রাহিমি মসজিদের পরিচালক ঘাসসান আল-রাজাবি । মসজিদটি ইহুদিরা দখলের চক্রান্ত করছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । প্রসঙ্গত,ফিলিস্তিনের পুরাতন হেবরন (আল-খলিল) শহরের মধ্যস্থলে হেবরন পাহাড়ে রয়েছে ইব্রাহিমি মসজিদটি । গত বছরের নভেম্বরে ১০ দিনের জন্য ইব্রাহিমি মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলিরা । পাশাপাশি হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞাও জারি করেছিল করেছিল ইসরায়েলি সেনা ।।