এইদিন ওয়েবডেস্ক,বৈরুত,১৪ অক্টোবর : বোমা মেরে লেবাননে শতাব্দী প্রাচীন মসজিদ গুঁড়িয়ে দিল ইসরায়েল । রবিবার (১৩ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননের একটি গ্রামে ওই পুরনো মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে অবস্থিত কেফার তিবনিত গ্রামের এই মসজিদটি স্থানীয়দের কাছে ছিলো অত্যন্ত প্রিয়। বিভিন্ন ধর্মীয় উৎসবে গ্রামবাসীরা এই ঐতিহ্যবাহী মসজিদের চত্বরে একত্রিত হত । রবিবার ভোর পৌনে চারটার দিকে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে মসজিদটিকে লক্ষ্যবস্তু করে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি ।
এদিন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আরও বেশ কিছু স্থানে বিমান হামলা চালায়। জেফতা -নাবাতিহ হাইওয়েতে ঘাব্রিস স্টেশনের একটি তিনতলা ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। আইতা আল-শাব শহর এবং আল-ধাহিরাহ শহরের একটি মসজিদেও হামলা চালায় তারা।এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের রামিয়া এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর জবাবে তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় প্রায় দেড় হাজারের বেশি মানুষ সন্ত্রাসী খতম হয়েছে । আহত হয়েছে ৪,১২৩ জনেরও বেশি। ইসরায়েলের অভিযানে বাস্তুচ্যুত হয়েছে ১৩ লাখ ৪০ হাজারের বেশি লেবানিজ ।।