এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৬ জুলাই : গাজায় চলমান যুদ্ধের মধ্যেই এবার পবিত্র আল আকসা মসজিদ ঘিরে নতুন ফন্দি করছে ইসরাইল। ইসরাইলের ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন, মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয় টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বিগত কয়েক দশক ধরেই জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ। কিন্তু এবার সেই স্থিতাবস্থা ভাঙতে যাচ্ছে।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন গাভির বুধবার বলেন, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয় টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি বলেন,গত সপ্তাহে আমি টেম্পল মাউন্টে গিয়েছিলাম। আমরা টেম্পল মাউন্টে প্রার্থনা করছি। আমি যে রাজনৈতিক পর্যায়ে আছি, সে পর্যায় থেকে টেম্পল মাউন্টে প্রার্থনা করতে ইহুদিদের অনুমতি দেওয়া হচ্ছে।
তবে ইসরাইলি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে বলছে, বেন গাভিরের এমন দাবি সঠিক নয়। আল আকসায় প্রার্থনা করার বিষয়ে এতদিন যে নিয়ম মানা হয়েছে তা বহাল থাকবে বলে জানান তিনি। যদিও বিশ্লেষকরা বলছেন, বেন গাভিরের দাবি সঠিক হলে তা ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সংঘাত উসকে দেবে।
মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, টেম্পল মাউন্টে স্থিতাবস্থা বজায় রাখার ইসরাইলের নীতি পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবে না।সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল । এরপর নানা বিধিনিষেধ আর শর্ত দিয়ে সেখানে প্রার্থনার সুযোগ দেওয়া হয় ফিলিস্তিনিদের । আর ইহুদিসহ অন্যান্য অমুসলিমদের কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। এবার ইসরায়েল এই নিয়ম ভাঙার কৌশল করছে বলে সন্দেহ ফিলিস্তিনিরা ।।