এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ফেব্রুয়ারী : ১৩ ফেব্রুয়ারী : বুধবার রাজ্যের বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । সেই বাজেটে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে । এই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি । কিন্তু আসন্ন বিধানসভা ভোটের আগে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন দিয়ে খুশি করতে পারবেন তৃণমূল সুপ্রীমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ? পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুনের প্রতিক্রিয়ায় অন্তত তা মনে হচ্ছে না । কারন ভোটের কাজ থেকে স্বাস্থ্য দপ্তর দপ্তরের কাজ, ছাই ফেলতে ভাঙা কুলো সেই স্বল্প সাম্মানিকে কাজ করা আশাকর্মী ও অঙ্গনওয়াড়ির কর্মীরা । রাজ্যের সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ্যভাতা(ডিএ) বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও আশাকর্মী ও অঙ্গনওয়াড়ির কর্মীদের জন্য কোনো আশার কথা শোনানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
আর এই বিষয়েই প্রশ্ন তুলেছেন ইসমত আরা খাতুন । তিনি বলেছেন,’আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে মোবাইল বাবদ ২০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ঠিকই কিন্তু সেই সাথে বাজারদরের নিরিখে মোবাইলে রিচার্জের খরচ দেওয়ায় দাবিও আমরা জানিয়েছিলাম । আমরা মনে করি আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মীরা যে ধরনের কাজ করে সেই কাজের নিরিখে মাসিক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। যতটুকু যা দেওয়া হয় তা খুবই কম। অথচ আজ বহু গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আশা অঙ্গনওয়াড়ি কর্মীকে যুক্ত করা হয়। সরকার স্বাস্থ্য ভবন আমাদের বারবার বহু প্রতিশ্রুতি, প্রত্যাশা দিয়েছেন। কিন্তু কোন ভাতা না বাড়ানোতে কর্মীরা খুবই হতাশ হয়েছে। মাসিক ভাতা বৃদ্ধি করে অন্তত তাদের কিছুটা রিলিফ দেওয়া দরকার ছিল। এই বাজেট আশা কর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের কাছে কোন আশার বার্তা আনেনি।’। শুনুন ইসমত আরা খাতুনের বক্তব্য 👇