এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৬ অক্টোবর :ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না । দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারী হাশেম সাফিউদ্দীনকে লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের এই শীর্ষ কমান্ডার আহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শুক্রবার (০৪ অক্টোবর) থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফলে হাসেম সাফিয়েদ্দিনকে নিশানা করে ইসরায়েল বাহিনী যেখানে হামলা চালিয়েছে, সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। এই পরিস্থিতিতে ইসমাইল কানি বা হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাসেম সাফিয়েদ্দিনের সঙ্গে ঠিক কী ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
ইরানের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল ইসমাইল কানির অবস্থান বর্তমানে জানা যায়নি। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহতের দুইদিন পর কানিকে হিজবুল্লাহর তেহরানের অফিসে দেখা গেছে বলে জানাচ্ছে জেরুজালেম পোস্ট। তবে শুক্রবার ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেয়ির নেতৃত্বাধীন হিজবুল্লাহ প্রধানের স্মরণসভায় উপস্থিত ছিলেন না ইসমাইল কানি। যেকারণে ইসরায়েলের হামলায় তার মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনটি ইরানী সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কানি ইসরায়েলি হামলার মধ্যেই হিজবুল্লাহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বৈরুত গিয়েছিলেন। একজন আইআরজিসি সদস্য বলেছেন,বিষয়টি নিয়ে ইরানি কর্মকর্তাদের নীরবতা আইআরজিসি সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
প্রসঙ্গত, ২০২০ সালে মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুর্দস বাহিনীর নতুন প্রধান পদে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে নিয়োগ দেয়া হয়। এর আগে ইসমাইল কানি কাসেম সোলেমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।।