এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৯ ডিসেম্বর : চুড়ান্ত নৈরাজ্য চলছে বাংলাদেশে । রাজধানী ঢাকার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে হামলা চালিয়েছে ইসলামপন্থীরা । “ভুয়া ভুয়া” শ্লোগানের পাশাপাশি বাসভবনে ব্যাপক পাথরবাজি করা হয় । কয়েক ঘন্টা আগে ইসলামপন্থীরা ঢাকা শহরে একটি মিছিল বের করে “আমরা হাদী হতে চাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবর” স্লোগান দিচ্ছিল।
পাশাপাশি ইসলামপন্থীরা ঢাকার শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার স্টারের অফিস সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে । লুটপাট করা হয়েছে অফিসের কম্পিউটার সহ দামি দামি সামগ্রী । ইংরেজি পত্রিকা ব্লিটজের সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী জানিয়েছে,ঢাকার শীর্ষস্থানীয় সংবাদপত্র ডেইলি স্টারের অফিসে হামলার পর, জনতা “জনসাধারণের সম্পত্তি” হিসেবে চিহ্নিত করে মূল্যবান জিনিসপত্র লুট করে। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই ইংরেজি দৈনিকটি মুহাম্মদ ইউনূসের একজন কট্টর সমর্থক।
সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে ইসলামপন্থী জনতা আগুন দিয়েছে। “হিন্দু সংস্কৃতিকে উৎসাহিত করার” অভিযোগ এনে “আল্লাহু আকবর” ধ্বনি দিতে দিতে উগ্র ইসলামপন্থীরা ঢাকা শহরে “ছায়ানট” ভাঙচুর করেছে । আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে বাংলাদেশের উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন শোয়েব চৌধুরী ।।

