এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১৯ নভেম্বর : নাইজেরিয়ায় চার্চের প্রধান পাদ্রীকে নির্মমভাবে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল ইসলামি সন্ত্রাসবাদীরা । ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কাদুনা (Kaduna) রাজ্যের কাউরু (Kauru) স্থানীয় সরকার এলাকার ইসিডবলুএ ২ দামাকাসুওয়া চাওয়াই (Damakasuwa Chawai)-এর রেভ এলাকায় । নিহত পাদ্রীর নাম আমাকো মারায়া(Amako Maraya) । তিনি দামাকাসুওয়াতে দ্বিতীয় ইভানজেলিকাল চার্চ উইনিং অল (ইসিডব্লিউএ) প্রধান যাজক ছিলেন । গত শুক্রবার রাত ১১ টার দিকে ফুলানি জিহাদিরা তাকে খুন করার পর তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় ।
স্থানীয় খ্রিস্টানরা জানিয়েছেন, খ্রিস্টান সম্প্রদায়গুলি অপ্রকাশিত অবরোধের মধ্যে রয়েছে । কারন ফুলানি সন্ত্রাসীরা ২০১৮ সালে এলরুফাই এলজিএ-তে একটি ঘোষিত আমিরাত প্রতিষ্ঠা করে রেখেছে । তারা একজন ধর্মান্তরিত চাওয়াইকে (Chawai) দামাকাসুওয়া কাউন্সিলের প্রধান করার জন্য নিযুক্ত করে রেখেছে, যে স্থানীয় প্রধানকে তার অধীনস্থ করে । তারপর থেকেই কার্যত প্রাণ হাতে করে দিন কাটাচ্ছে স্থানীয় খ্রিস্টানরা ৷
মাস তিনেক আগে পাদ্রীর ছেলেকে অপহরণ করার চেষ্টা করেছিল ফুলানি ইসলামি জিহাদিরা। সেই সময় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পালিয়ে যায় । কিন্তু সন্ত্রাসীদের হামলায় জখম হয় যাজকের ছেলে । সেই আক্রোশে শুক্রবার রাতে ওই পাদ্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার পর তার স্ত্রীকে অপহরণ করে সন্ত্রাসীরা । পরের দিন শনিবার সকালে সন্ত্রাসীরা ৩০ লক্ষ নাইজেরিয়ান মূদ্রা মুক্তিপণ দাবি করেছিল । কিন্তু তারপর থেকে তারা আর যোগাযোগ করেনি। এখন ওই মহিলাকেও হত্যা করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
অপহৃতাকে উদ্ধারের জন্য নাইজেরিয়ার সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় খ্রিস্টানরা । যদিও পুলিশের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মনসির হাসানের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন একজন গির্জার প্রবীণ ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দা ইশাকু চিঙ্গে ।।