এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০৩ ফেব্রুয়ারী : ইসলামী সন্ত্রাসবাদীদের নাশকতায় জর্জরিত নাইজেরিয়া । প্রায় দিন সন্ত্রাসীদের শিকার হয় সে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ । এবারে এবারে ইসলামী সন্ত্রাসীরা নাইজেরিয়ায় এবার এক প্রথাগত রাজাকে গুলি করে হত্যা করার পর রানীকে তুলে নিয়ে গেল । স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটেছে। নিহত রাজার নাম সেগুন আরেমু । নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল সেগুন আরেমু প্রথা অনুযায়ী পূর্বপুরুষের মতো রাজা উপাধি ধারণ করেছিলেন। তার আনুষ্ঠানিক উপাধি ওলুকোরো অব কো রো।নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেনে, ‘ রাজা আরেমু হত্যা একটি বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য কাজ। এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে বিচার করা হবে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র সন্ত্রাসীরা কোয়ারায় সেগুন আরেমুর রাজপ্রাসাদে হামলা চালায় এবং রাজাকে গুলি করে হত্যা । রাজাকে হত্যার পর রানীসহ আর একজন মহিলাকে অপহরণ করে নিয়ে গেছে ইসলামি সন্ত্রাসবাদীরা । নাইজেরীয় পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের ধরতে ও রানীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না, সেটি জানা যায়নি।
নাইজেরিয়ায় ইসলামি সন্ত্রাসবাদীদের দ্বারা অপহরণ ও পণবন্দির ঘটনা চরম পর্যায়ে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এযাবৎ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৮০০ নারী ও পুরুষ অপহরণের শিকার হয়েছে। তবে বেসরকারি তথ্যমতে, অপহরণের এই সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশি। সেটি চার হাজারের কম নয় ।
এমন পরিস্থিতিতে নাইজেরিয়ার অন্তত ৫০টি গোষ্ঠী প্রেসিডেন্ট তিনুবু সরকারের কাছে অপহরণ-পনবন্দি মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে । আর সেই দাবি ওঠার কয়েকদিনের মাথায় প্রথাগত রাজাকে হত্যা ও রানীকে অপহরণের ঘটনা ঘটলো।রাজধানী আবুজার শহরতলীতে গত বুধবার রাতেই অপহৃত হয়েছেন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
এর আগেr সপ্তাহের প্রথম দিকে নাইজেরিয়ার একিতি রাজ্যে ৯ স্কুলশিশু ও শিক্ষক অপহরণ করছিল সন্ত্রাসীরা । তাদের জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত জানুয়ারি মাসে একই এলাকার আরেকটি বাড়ি থেকে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করে নিয়ে যায় ইসলামি সন্ত্রাসীরা। দাবিকৃত মুক্তিপণ দিতে দেরির কারণে বোনদের একজনকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা ।।