এইদিন ওয়েবডেস্ক,রোম,১১ এপ্রিল : তাজিকিস্তানের একজন ব্যক্তিকে সন্ত্রাস-সম্পর্কিত অপরাধের জন্য ওয়ান্টেড এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য হওয়ার জন্য গ্রেফতার করেছে ইতালীয় পুলিশ । রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তাজিকিস্তানের ওই নাগরিকের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আত্মগোপনে চলে গিয়েছিল । নেদারল্যান্ডসের আইন্দহোভেন থেকে গত সোমবার সে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করতেই পুলিশ তাকে গ্রেফতার করে । তাকে শুধুমাত্র তার আদ্যক্ষর “S.I” দ্বারা চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ।
গত মাসে রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে একটি কনসার্ট হলে মারাত্মক সন্ত্রাসী হামলার সঙ্গে ওই সন্ত্রাসবাদীর কোনো যোগসূত্র ছিল কিনা তা উল্লেখ করেনি ইতালীয় কর্তৃপক্ষ । মস্কোর ওই হামলার পর রাশিয়া বেশ কয়েকজন তাজিককে গ্রেপ্তার করেছে ।
তবে কোন দেশ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে তা পুলিশের বিবৃতিতে বলা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি উজবেকিস্তান, কিরগিজস্তান এবং ইউক্রেন সহ বেশ কয়েকটি জাল পরিচয় ব্যবহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ধৃত সন্ত্রাসী সালে জন্মগ্রহণ করেছিল এবং ২০১৪ সালে সিরিয়ায় ইসলামিক স্টেটের একটি বিদেশী যোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হয়েছিল ।।