এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,২১ সেপ্টেম্বর : বিজেপি-আরএসএস নেতাদের পাশাপাশি হিন্দু ধর্মস্থলে হামলা চালাতে বড়সড় ষড়যন্ত্রের জাল বুনছিল পাকিস্তানের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) । ভারতে এই চক্রের মূল সন্ত্রাসী আশহার দানিশ (Ashhar Danish) সহ ৮ সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশের স্পেশাল সেল । আশহার দানিশকে পাকড়াও করা হয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ইসলামনগর এলাকায় তাবারক লজের ১৫ নম্বর ঘর থেকে । এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নাম করে ওই ঘর থেকে ভারতে আইএসআইএস-এর জন্য নিয়োগ ও বিস্ফোরক তৈরির কাজ করছিল । তার ঘর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড,নাইট্রিক অ্যাসিড,পটাশিয়াম নাইট্রেট, সালফার পাউডার প্রভৃতি বিস্ফোরক তৈরির রাসায়নিক, পিএইচভ্যালু চেকারের কিছু উপাদান উদ্ধার করেছে পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে তার বেশ কয়েকটা স্মার্টফোন ও ল্যাপটপ ।
আশহার দানিশ ছাড়াও আফতাব কুরেশি,সুফিয়ান খান,মহম্মহ হুজৈফ য়মন, কামরান কুরেশিসহ ৭ সন্ত্রাসীকে ঝাড়খন্ড, তেলেঙ্গানা, বেঙ্গালুরু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল সেল ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে,২০২৪ সাল থেকে রাঁচির ইসলামনগর এলাকায় তাবারক লজের ১৫ নম্বর ঘরে থাকছিল আশহার দানিশ । এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নাম করে বিজেপি-আরএসএস নেতাদের পাশাপাশি হিন্দু ধর্মস্থলে হামলা চালানোর ষড়যন্ত্রের জাল বুনছিল । সোশ্যাল মিডিয়ায় সে পাকিস্তানি হ্যান্ডেলারের সংস্পর্শে আসে । তারপর থেকে সে ওই ঘর থেকে সন্ত্রাসী গোষ্ঠীতে অনলাইন নিয়োগের কাজ শুরু করে । বড় ধরনের নাশকতা চালাতে ষড়যন্ত্র করছিল ওই দানিশ ।
পুলিশ জানতে পেরেছে,সিগন্যাল অ্যাপে সন্ত্রাসীদের একটা গ্রুপ তৈরি করা হয়েছিল । “ইন্টার্ন ইন্টারভিউ বিজনেস আইডিয়া” নামে ওই গ্রুপের মাধ্যমে সন্ত্রাসীবাদে মুসলিম যুবকদের যুক্ত করা ও টাকা জোগাড় করছিল । পাকিস্তান থেকে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছিল তাদের । পাকিস্তান হ্যান্ডেলার পিইটিএন বম বানানোর প্রশিক্ষণ দিচ্ছিল । আশহার দানিশ বিস্ফোরক বানানোর বিষয়ে বিশেষজ্ঞ এবং সে টিএপিএ বোম বানাতে পারে বলে জানা গেছে ।
অ্যামাজন থেকে চাকু ও কেমিক্যাল সংগ্রহ করেছিল দানিশ । পটাশিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরক বানানোর প্রস্তুতি নিচ্ছিল ৷ বিস্ফোরকের কার্যকারিতা জানতে পরীক্ষাও করা হয়েছিল । বম বানিয়ে সেই ছবি গ্রুপে শেয়ারও করা হয়েছিল বলে জানতে পেরেছে দিল্লি পুলিশ । পুলিশের সন্দেহ গোটা ভারত জুড়ে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর মডিউল ছড়িয়ে আছে ।।