এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৩ মার্চ : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট(আই এস আই এস) । এদিকে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে । আহত ১৪৫ জন হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে এই ঘটনার নিন্দা করেছে এক সময়ের আরও এক কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী তথা আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান । তালেবান মস্কোর কনসার্ট হলে হামলার নিন্দা করে বলেছে যে এই ঘটনা সমস্ত মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন । তালিবানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র কাহার বালখি অ্যাক্সে একটি নিউজলেটার প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘গোয়েন্দা সংস্থাগুলি এই গোষ্ঠী হামলার পিছনে রয়েছে এবং এর উদ্দেশ্য হল ইসলামের মানহানি করা এবং সমগ্র অঞ্চলকে হুমকির মধ্যে ফেলা ।’ ল তালিবানের বিদেশ মন্ত্রণালয় এই অঞ্চলের দেশগুলোকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সমন্বিত, স্পষ্ট ও সিদ্ধান্তমূলক অবস্থান নিতে অনুরোধ করেছে। যৌথ নিরাপত্তা চুক্তির মহাসচিব পূর্বে ঘোষণা করেছিলেন যে এই চুক্তির সদস্য দেশগুলির সীমানা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে ।
শুক্রবার সন্ধ্যায় মস্কোর কাছে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অ্যাসল্ট রাইফেল নিয়ে ইসলামি স্টেট সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালায়। একটি বিস্ফোরণে গোটা ভবন কেঁপে ওঠে, বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় । বর্তমানে রাশিয়ার বিশেষ পরিষেবাগুলি অনুসন্ধান অভিযান পরিচালনা করছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিনের মধ্যে রাজধানী সহ রাশিয়ার অনান্য অঞ্চলে সমস্ত গণ ইভেন্ট বাতিল করেছেন। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকোভা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রোকাস সিটি হল সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন । তিনি সাংবাদিকদের বলেন,’আমরা রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল এ মুরাশকোসহ রাষ্ট্রপতিকে রোগীদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে রিপোর্ট করেছি, রাষ্ট্রপতি সকলের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন।’।