এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ জানুয়ারী : আফগানিস্তানের বাঘলানে মসজিদের একজন ইমামের ওপর অজানা জঙ্গিদের হামলার পর, কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস সম্প্রতি এই হামলার দায় স্বীকার করেছে। আজ বুধবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আইএসআইএস দাবি করেছে যে, বাঘলানে গত রাতের হামলা এই গোষ্ঠীর কাজ । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আইএসআইএস যোদ্ধারা “খাজা খান” এলাকায় এই হামলা চালিয়েছে।
এর আগে, সূত্র ৮ সোব পত্রিকাকে বলেছিল যে মধ্য বাঘলান জেলার একটি মসজিদের প্রচারক এবং একটি ধর্মীয় মাদ্রাসার শিক্ষক আব্দুল রাজ্জাক অজ্ঞাত সশস্ত্র লোকদের হামলায় নিহত হয়েছেন। সূত্র আরও জানিয়েছে যে এই ঘটনায়, কেন্দ্রীয় বাঘলান জেলার নিউ সিটি মসজিদের খতিব মৌলভী হামদুল্লাহ মোহাম্মদী নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র জানায় যে মৌলভি হামদুল্লাহ মোহাম্মদী তালিবানের একজন কট্টর সমর্থক এবং তার উপদেশে গোষ্ঠীর কর্মকাণ্ডকে রক্ষা করেছেন। তালিবানরা এখনও এ বিষয়ে কিছু জানায়নি।
উল্লেখ্য, আইএসআইএস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার কাবুল, বাঘলান এবং ঘোর প্রদেশে লক্ষ্যবস্তু ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। কিছু সময় আগে, এই দলটি কাবুলে আত্মঘাতী হামলায় প্রাক্তন শরণার্থী বিষয়ক মন্ত্রী এবং হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য খলিল রহমান হাক্কানিকে হত্যা করে।।