এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০১ আগস্ট : পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে খোরাসানের ইসলামি স্টেট (আইএসআইএস) গোষ্ঠী । সোমবার আইএসআইএস গোষ্ঠীর সাথে যুক্ত ‘আমাক নিউজ এজেন্সি’ একটি নিউজলেটার প্রকাশ করে এই বিষয়টি ঘোষণা করেছে । তাতে বলা হয়েছে যে আত্মঘাতী হামলাকারীর নাম আব্দুল্লাহ মোহাজের । গতকাল একটি রাজনৈতিক সমাবেশ চলাকালীন ওই বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে ।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলে জমিয়ত উলেমা পাকিস্তানের এক সমাবেশে গতকালের হামলায় নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি এবং ২০০ জনের বেশি আহত হয়েছে । এটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর অঞ্চলে প্রথম আত্মঘাতী হামলা ।।