এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ সেপ্টেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর জামায়াত-ই-ইসলামী ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) মত কট্টর ইসলামি গোষ্ঠীগুলির হাতে চলে গেছে ভারতের প্রতিবেশী ইসলামি রাষ্ট্র বাংলাদেশ । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার সঙ্গে যোগসূত্র থাকা এবং তালিবানকে আদর্শ মনে করা বাংলাদেশ জামাত ইসলামি দেশ জুড়ে কার্যত নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে । বিশেষ করে তাদের ‘সফট টার্গেট’ হয়ে গেছে সেদেশের হিন্দুরা । হিন্দুমেয়েদের ধর্ষণ -অপহরণ-জোর করে ধর্মান্তরিত করা,পুরুষদের খুন-মারধর, ঘরবাড়ি,দোকানপাট ও মন্দির লুটপাট- ভাঙচুর-অগ্নিসংযোগ প্রভৃতি একের পর এক ঘটনা ঘটাচ্ছে জামাতের জঙ্গিরা । জামাতের হাত থেকে নিস্তার পাচ্ছে না তাদের স্বজাতীয় মহিলারাও । দেশে ইসলামি শরিয়া আইন লাগু করার প্রাথমিক ধাপ হিসাবে হিজাব না পরে বাইরে বের হওয়া মেয়েদের ধরে জামাতের জঙ্গিরা বেদম মারধর, প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করানোর মত শাস্তি দিচ্ছে বলে অভিযোগ উঠছে ।
তালিবানি কায়দায় বাংলাদেশের মহিলাদের উপর অত্যাচারের কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । মেঘা আপডেট (@MeghaUpdets)-এর এক্স হ্যান্ডেলে এই রকম তিনটি ভিডিও পোস্ট করা হয়েছে । তার মধ্যে একটা ভিডিওতে শালোয়ার কামিজ পরা এক মধ্য বয়সী মহিলাকে একটা ঘরের মধ্যে কাঠের টুকরো দিয়ে অমানবিক ভাবে পেটাতে দেখা গেছে এক যুবককে । আর একটি ভিডিওতে এক অল্প বয়সী মুসলিম গৃহবধূ ও তার মেয়েকে থানায় আটকে রেখে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে । বধূর বক্তব্য অনুযায়ী, তাকে মারধরও করা হয় । তিনি পুলিশ কর্মীদের কাছে হাত জোড় করে কাঁদতে কাঁদতে মোবাইল ফেরত দেওয়ার জন্য কাতর আহ্বান জানিয়ে বলেন,’আমার ভুল হয়ে গেছে । আমি আর কখনো এখানে আসব না । মাফ করে দ্যান ।’
তৃতীয় ভিডিওতে দেখা গেছে,সাদা রঙের আধুনিক পোশাক পরা এক অল্প বয়সী তরুনীকে ঘিরে রয়েছে উন্মত্ত জনতা । এক যুবক হাতে কাঠের টুকরো নিয়ে মেয়েটিকে পেটাচ্ছে এবং কান ধরে ওঠবস করতে বাধ্য করছে৷ ভীত সন্ত্রস্ত তরুনী কান ধরে ওঠবস করতে থাকে এবং পাশের কেউ কতবার ওঠবস হল তা চিৎকার করে গুনতে শুরু করে ।
মেঘা আপডেট ভিডিও পোস্টের পাশাপাশি লিখেছে, ‘বাংলাদেশে শরিয়া শাসন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও দাবি করেছে যে জামায়াত -ই-ইসলামী ক্যাডারের ছাত্র শাখা সহ মৌলবাদী দলগুলি কক্সবাজার সমুদ্র সৈকতে মেয়েদের বোরকা বা হিজাবের পরিবর্তে সাধারণ পোশাক পরার জন্য টার্গেট করছে। পরবর্তী আফগানিস্তান?’