এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০১ সেপ্টেম্বর :হিজাব না পরায় নার্শারির এক ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আলিগড়ের ইসলামিক মিশন স্কুলের বিরুদ্ধে । এরপরই শিশুটির বাবা মোহাম্মদ আমির, সোমবার (২৯ আগস্ট ২০২২) জেলা ম্যাজিস্ট্রেট ইন্দর বিক্রম সিংয়ের দ্বারস্থ হন । হিজাব ছাড়াও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগে জানিয়েছেন,স্কুলে শুধু উর্দু শেখানো হয় । সেই কারনে মেয়ে ঠিকমতো হিন্দি বলতে পারছে । এমনকি স্কুলে নিয়মিত জাতীয় সঙ্গীতও গাওয়া হয়না বলে তিনি অভিযোগ তুলেছেন । জেলা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মামলার তদন্তভার বিএসএ-কে হস্তান্তর করেছেন । ঘটনার তদন্তের জন্য ব্লক শিক্ষা আধিকারিক ও এবিএসএর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ।
মোহাম্মদ আমিরের বাড়ি আলিগড়(Aligarh) থানার কুয়ারসি(Quarsi) এলাকার পঞ্জিপুর(Panjipur) গ্রামের ফোর্ট আলকালেভের (Fort Alkalev) এলাকায় । তিনি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চেরও একজন নেতা । মোহাম্মদ আমির জানিয়েছেন,২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি তাঁর মেয়েকে পঞ্জিপুরের ‘ইসলামিক মিশন স্কুল'( Islamic Mission School’, Panjipur)-এ নার্শারিতে ভর্তি করেছিলেন । কিন্তু তাঁর তিন বছরের মেয়েকে হিজাব পড়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল । স্কুলে শুধু উর্দু পড়ানো হয়। ফলে তাঁর মেয়ে হিন্দিতে কথা বলতে পারছিল না । জাতীয় সঙ্গীত বছরে মাত্র দুবার বাজানো হয়, ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি ।
তিনি জানান,মেয়েকে ভর্তির ৬ মাস পর বিষয়গুলি নিয়ে জানতে তিনি ওই বেসরকারি স্কুলে গিয়েছিলেন। তখন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় । অন্যদিকে ওই ব্যক্তির বিরুদ্ধে দুর্ব্যবহারের পালটা অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ । তবে হিন্দি বাদ দিয়ে কেন উর্দু পড়ানো হয় না স্কুলে, এই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি স্কুল কর্তৃপক্ষের কাছে ।।