এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ জানুয়ারী : ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলির হাতে দেশের শাসন ক্ষমতা চলে যাওয়ার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে । খুন, ধর্ষণ, ডাকাতি, লুটপাট, অপহরণ প্রভৃতি চূড়ান্ত নৈরাজ্যের সৃষ্টি করেছে জঙ্গিরা । বাংলাদেশে এতটাই নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে থানার ভিতরে কর্তব্যরত পুলিশকর্মীরাও সুরক্ষিত নয় । এবারে বাংলাদেশের একটি থানা ভবনের ভেতরে এক পুলিশ অফিসারকে মেরে ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শরীয়তপুরের জাজিরা থানায় । আর যার বেঘোরে প্রাণ গেছে, তিনি আর কেউ নন, তিনি হলেন ওই থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন । আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ওসির শোবার ঘরের জানালার সঙ্গে মৃতদেহ ঝুলে থাকতে দেখে বাকি পুলিশ কর্মীরা । সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা এলাকায়।
পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ধরে এই থানায় দায়িত্বে ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতের পরিবারও হতাশায় ভোগার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ । কিন্তু তাকে যেভাবে ঝুলতে দেখা গেছে তাতে এটা আত্মহত্যা বলে মনে করছেন না অনেকে । তাদের দাবি যে ওসিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।।