এইদিন বিনোদন ডেস্ক,০৮ জানুয়ারী : নববর্ষ উপলক্ষে শিব মন্দিরে পূজো করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ট্রোলিংয়ের শিকার হলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। গত সোমবার (৬ জানুয়ারী) অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান । অনান্য বারের মত এবারেও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সারা । ক্যাপশনে তিনি লেখেন,’বছরের প্রথম সোমবার সারা। জয় ভোলেনাথ।’ আর তার এই পোস্টের পর ইসলামী মৌলবাদীরা তাকে ট্রোল করতে শুরু করেছে । সারাকে তার ধর্ম অনুসরণ না করা এবং মন্দিরে যাওয়ার জন্য নিশানা করেছে তারা । পাশাপাশি হিন্দুদের বিরুদ্ধে মৌলবাদীদের দ্বারা প্রচুর ঘৃণাও দেখানো হয়েছে বলে জানিয়েছে ওপি ইন্ডিয়া৷
প্রতিবেদনে বলা হয়েছে,আবরার আনসারি নামের একজন ইসলামি মৌলবাদী লিখেছে,’দিনে ভক্তি, রাতে বিকিনি জাঙ্গিয়া, ঈশ্বরও খুশি… সাধারণ মানুষও খুশি।’ আবদুল্লাহ নামে এক ইসলামি মৌলবাদী লিখেছেন,’তুমি জাহান্নামে যাবে ।’ সারা আলি খানকে নিয়ে সমীর নামে এক ইসলামি মৌলবাদী মন্তব্য করেছেন । ওই মৌলবাদী, একরাজপুত নামে একটি অ্যাকাউন্ট চালায় এবং তার প্রোফাইল ইসলামিক প্রচারে পূর্ণ । সে লিখেছে,’কেন তুমি মুসলিম নাম রেখেছ,তুমি একজন প্রস্রাব পানকারী,তোমার নাম পরিবর্তন কর ।’ এর ফেসবুক প্রোফাইলও ইসলাম প্রচারে ভরপুর।
সারা আলি খানের পোস্টে সার্ভেন্ট অফ আল্লা নামের এক ব্যবহারকারী লিখেছে,’একটি মুসলিম পরিবারের মেয়ে, হিন্দুগিরি, আস্তাজফিরুল্লাহ আল্লাহ তাকে পথ দেখান।’ একই সময়ে ওমর নামে এক ইসলামি মৌলবাদী লিখেছে,’ভালো মেয়ে, পূজা কালী মা, দুর্গা মা… অ্যানাকোন্ডা মা…’৷ একজন মৌলবাদী সারা আলি খানকে অভিশাপ দিয়েছে এবং ইসলামিক নাম ব্যবহার করার জন্য তার ঘৃণা প্রকাশ করেছে।অ্যালেক্স রেহান সরকার নামের এক মৌলবাদী সারাকে জিজ্ঞেস করেছে,’তুমি কি হিন্দু? এ সব করবে না, শুধু নামাজ পড়বে ।’ আমিনা মাহমুদ নামে একজন ব্যবহারকারী এমনকি সারার বিরুদ্ধে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর অভিযোগ করেছে । আমিনা লিখেছে,’আপনি আপনার ধর্মীয় ছবি গোপন রাখেন না কেন? আপনি আপনার ইনস্টাগ্রাম পেজে হিন্দু- মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন কেন? আপনি ক্লান্ত হয়ে যান না? আশা করি আপনার বড়রা আপনাকে কিছু শেখাবেন। আপনি যদি হিন্দুধর্ম পছন্দ করেন, তাহলে ভালো, আপনি নিজেকে হিন্দু বলুন, সমস্যা নেই, তবে দুই সম্প্রদায়ের লড়াই লাগাবেন না।’
এর আগেও মন্দির পরিদর্শনে যাওয়ার ছবি পোস্ট করে ইসলামি মৌলবাদীদের প্রচুর গালাগালি শুনতে হয়েছে সঈফ আলি খানের কন্যা সারা আলি খানকে ।
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর গণেশ পূজার কিছু ছবি পোস্ট করায় ইসলামী কট্টরপন্থীরা আলি খানকে নিরক্ষর বলে অভিহিত করেছিল এবং অভিশাপ দিয়েছিল । এর আগে ২০২২ সালে অভিনেত্রী মহাকাল মন্দিরে পূজো করার ছবি পোস্ট করলে ইসলামিক মৌলবাদীরা তাদের ঘৃণা দেখিয়েছিল। ২০২১ সালে কামাখ্যা মন্দিরে গিয়েও ইসলামিক মৌলবাদীদের ট্রোলের শিকার হয়েছিলেন অভিনেত্রী । তবে ইসলামিক মৌলবাদীদের কাছ থেকে প্রচুর ঘৃণা পাওয়া সত্ত্বেও, সারা আলি খান সনাতনের প্রতি তার আধ্যাত্মিক ঝোঁক এবং ধর্মীয় স্থানের প্রতি ভক্তি প্রদর্শন করে গেছেন বারবার । একবার ফের ইসলামিক মৌলবাদীদের সামনে মাথা নত করার পরিবর্তে তিনি ভোলেনাথের পায়ে মাথা নত করতে বেশি পছন্দ করেন এবং বামপন্থী ছাড়া বাকি হিন্দুরা এ কারণে তার প্রশংসা করেছেন ।।