এইদিন ওয়েবডেস্ক,১৬ নভেম্বর : বিশ্বজুড়ে ডায়াবেটিস বা রক্ত শর্করা কার্যত মহামারির আকার ধারন করেছে । তার মধ্যে ইসলামি রাষ্ট্রগুলিতে ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি । ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ডায়াবেটিসের শীর্ষ স্থানে থাকা বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে ৮ টি হল ইসলামি দেশ । আর ওই সমস্ত দেশগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তান । পাকিস্তানের ডায়াবেটিসের হার ৩০.৮ শতাংশ । যেখানে বিশ্বের সমস্ত দেশ মিলে ডায়াবেটিসের গড় হার হল ৯.৮ শতাংশ ।
পাকিস্তানে ডায়াবেটিসের উচ্চ হারের পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানানো হয়েছে । ওই সমস্ত কারনগুলির মধ্যে প্রধান কারন হল উচ্চ মাত্রার স্থূলতা, তামাক ব্যবহার, ব্যায়ামের অভাব এবং চর্বিযুক্ত, ফাস্ট ফুডের প্রতি ঝোঁক ।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কুয়েত ও মিশর । কুয়েতে ডায়াবেটিসের হার ২৪.৯ শতাংশ । যেখানে ২০.৯ শতাংশ হার নিয়ে তৃতীয় স্থান দখল করেছে মিশর । এছাড়া তালিকার শীর্ষ স্থানে থাকা অনান্য ইসলামি রাষ্ট্রগুলি হল যথাক্রমে কাতার ১৯.৫ শতাংশ, মালয়েশিয়া ১৯ শতাংশ এবং সৌদি আরব ১৮.৭ শতাং । ১৮ তম স্থানে রয়েছে ভারত । ভারতে ডায়াবেটিসের হার ৯.৬ শতাংশ । ওয়ার্ল্ড ও স্ট্যাটেসটিকস-এর ‘এক্স’ হ্যান্ডেলে দেওয়া ৩৩ টি নামের তালিকার একবারে নিচে রয়েছে আয়ারল্যান্ডের না । আয়ারল্যান্ডে ডায়াবেটিসের হার ৩ শতাংশ ।।