এইদিন ওয়েবডেস্ক,এর্নাকুলাম(কেরল),১৫ সেপ্টেম্বর : কেরালার এর্নাকুলামের একটি বিশেষ এনআইএ আদালত বুধবার নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর কার্যকলাপে জড়িত থাকার একটি মামলায় অভিযুক্ত শাইবু নিহার ভিকে ওরফে আবু মারিয়ামকে (Shaibu Nihar, alias, Abu Mariyam) দোষী সাব্যস্ত করেছে । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, শাইবুকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১২০(বি),১২৫ এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর ৩৮,৩৯ এবং ৪০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ।
কেরালা পুলিশ প্রাথমিকভাবে ২০১৭ সালের ৬ নভেম্বর ইউএপিএ-এর অধীনে আট ৮ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল । পরে ২০১৮ সালের ১ জুন এনআইএ পুনরায় মামলা নথিভুক্ত করে । তদন্তে এনআইএ জানতে পারে অভিযুক্ত শাইবু নিহার আইএসআইএসের কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যেতে তহবিল সংগ্রহ করেছিল । আর সহ অভিযুক্তদের সিরিয়ায় উদ্দেশ্যমূলক ভ্রমণের জন্য সেই টাকা ব্যবহার করা হচ্ছিল ।
২০১৯ সালের ৯ এপ্রিল থেকে কেরালা আসার সময় কেরালার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা শাইবু নিহারকে । বুধবার তাকে দোষী সব্যস্ত করে এনআইএর বিশেষ আদালত । সাজা ঘোষণা হবে চলতি মাসের ১৯ তারিখে ।।