এইদিন ওয়েবডেস্ক,নিউ দিল্লী,১৫ জুলাই : পাকিস্থানের এক গুপ্তচরকে গ্রেফতার করল দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । পুলিশ জানায় ধৃতের নাম হাবিব খান(৪৮) । তার বাড়ি রাজস্থানের বিকানের জেলায় । পোখরান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে অভিযোগ,সে পাকিস্থানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরের কাজ করত । সে ভারতীয় সেনা সম্পর্কিত গোপনীয় নথি আইএসআইকে সরবরাহ করছিল বলে অভিযোগ । মঙ্গলবার হাবিব খানকে গ্রেফতারের পর সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার রাতভর একাধিক জায়গায় অভিযান চালায় দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ।
পুলিশ সুত্রে জানা গেছে,বিকানেরর বাসিন্দা হাবিব খান দীর্ঘ সময় ধরে পোখরানেই থাকছিল ।
সে ভারতীয় সেনাবাহিনীর অধীনে ঠিকাদারির কাজ করত । পোখরান এলাকায় সেনাবাহিনীর ‘ইন্দিরা কিচেনে’ সবজি সরবরাহেরও ঠিকা ছিল তার হাতে । বর্তমানে তার কাছে ছিল সেনাবাহিনী এলাকায় শাকসবজি সরবরাহ করার চুক্তি । এই কারনে সেনাবাহিনীর রান্নাঘর পর্যন্ত তার যোগাযোগ ছিল । মাস খানেক আগে থেকে সেনাবাহিনী হাবিবের উপর নজর রাখা শুরু করেছিল বলে জানা গেছে । শেষ পর্যন্ত দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ে সন্দেহভাজন আইএসআই গুপ্তচর হাবিব খান । মঙ্গলবার জয়সলমীরের পোখরান থেকে তাকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের একটি দল । হাবিব আইএসআইয়ের লোকদের সাথে দেখা করে তাদের গোপনীয় কাগজপত্র দিত । তার জন্য সে মোটা অঙ্কের অর্থও পেত বলে পুলিশ জানতে পেরেছে ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পোখরান আর্মি বেস ক্যাম্পে নিযুক্ত ভারতীয় সেনার এক আধিকারিকের কাছ থেকে গোপনীয় নথিপত্র হাততো হাবিব । এই ঘটনায় সেনাবাহিনীর আরও কিছু লোক জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের । জেরায় হাবিবের কাছ থেকে পুলিশ ২-৩ জনের নাম জানতে পেরেছে বলে জানা গেছে । ক্রাইম ব্রাঞ্চের অনুমান,হাবিব পাকিস্থানি গুপ্তচর চক্রের একজন সদস্য মাত্র । এর পিছনে একটা বড়সড় চক্র কাজ করছে বলে সন্দেহ তদন্তকারী আধিকারিকদের ।।