এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ নভেম্বর : প্রশিক্ষিত সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে অস্থিরতা সৃষ্টির লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই । আর জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের জন্য নেপাল ও বাংলাদেশ সীমান্তকে সেফ করিডোর হিসাবে তারা ব্যাবহার করতে চাইছে । এই দুই দেশেই আইএসআইয়ের নেটওয়ার্ক যথেষ্ট মজবুত । বিশেষ করে বাংলাদেশের হিন্দু বিরোধী কট্টরপন্থীদের সহজেই ভারত বিরোধী কাজে লাগানো যায় । তাই তাদের দিকে নজর আইএসআইয়ের । ভারতে অনুপ্রবেশ ও অস্থিরতা সৃষ্টির ব্লু প্রিন্ট ইতিমধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তৈরিও করে ফেলেছে বলে গোয়েন্দা সংস্থা সুত্রে খবর । এদিকে এই ইনপুট আসতেই সতর্ক হয়ে গেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী ।
বিগত দু’বছরে পাকিস্থান,নেপাল ও বাংলাদেশ দিয়ে ভারতে অনুপ্রবেশের পরিসংখ্যান দেখলে ভারতীয় গোয়েন্দা সংস্থার এই আশঙ্কার সত্যতার প্রমানিত হয় । জানা গেছে,যেখানে বিগত দু’বছরে ভারত-পাকিস্তান সীমা দিয়ে অনুপ্রবেশের ৬১ টি ঘটনা ঘটেছিল সেখানে বাংলাদেশ ও নেপাল দিয়ে অনুপ্রবেশের সংখ্যা যথাক্রমে ১০৪৫ ও ৬৩ টি।
তবে পাকিস্থান ছাড়া বাকি দুই রাষ্ট্র দিয়ে অনুপ্রবেশের ঘটনার পিছনে সন্ত্রাস ছড়ানো ছাড়াও আরও কিছু উদ্দেশ্য থাকে । তার মধ্যে অন্যতম চোরাচালান । তবে পাকিস্তানের সীমান্ত দিয়ে যে সমস্ত অনুপ্রবেশের ঘটনা ঘটে তার সিংহভাগ সন্ত্রাসবাদ ছড়ানোর উদ্দেশ্যে ।
এখন চোরা চালানের এই রুটের দিকে নজর আইএসআইয়ের । কারন পাকিস্থান সীমান্তের উপর সারা বছর ধরে কড়া নজরদারি থাকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর । তুলনামূলকভাবে নেপাল ও বাংলাদেশ সীমান্তে ততটা কড়াকড়ি থাকে না । বিশেষ করে দেখা মাত্রই অনুপ্রবেশকারীদের গুলি করার মতো কঠোর মনোভাব এড়িয়ে যাওয়া হয় এই দুই সীমান্তে । তাই সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশের জন্য নেপাল ও বাংলাদেশের সীমান্তকে সেফ করিডোর হিসাবে ব্যাবহার করতে চাইছে আইএসআই । তবে ইদানিং এই দুই সীমার উপরে কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনীও ।।