এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৪ ফেব্রুয়ারী : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট সত্যেন্দ্র সিওয়ালকে মিরাট থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড । ধৃত সত্যেন্দ্র সিওয়াল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়,বিদেশ মন্ত্রণালয় এবং সামরিক ঘাঁটির গোয়েন্দা তথ্য আইএসআই এর কাছে সরবরাহ করেছে বলে জানতে পেরেছে তদন্তকারী দল । জানা গেছে,পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হ্যান্ডলাররা বিদেশ মন্ত্রকের কিছু কর্মচারীকে অর্থ ও অন্যান্য প্রলোভনের প্রস্তাব দিয়ে ভারতের কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাওয়ার চেষ্টা করছে বলে ইউপি এটিএস সম্প্রতি জানতে পারে । ইউপি এটিএস প্রথমে সত্যেন্দ্র সিওয়ালকে ডেকে পাঠায় । কিন্তু সে এটিএসের লাগাতার জেরায় ভেঙে পড়ে এবং নিজের অপরাধের কথা কবুল করে ।
সিওয়াল এর আগে রাশিয়ার মস্কোতে ভারতীয় দূতাবাসে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কাজ করছিলেন। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি আধার কার্ড, প্যান কার্ড এবং একটি পরিচয়পত্র বাজেয়াপ্ত করে পরীক্ষা করছে এটিএস ।
জানা গেছে,সত্যেন্দ্র সিওয়াল উত্তরপ্রদেশের হাপুদের বাসিন্দা । তিনি ২০২১ সাল থেকে মস্কোতে ভারতীয় দূতাবাসে নিরাপত্তা সহকারী হিসাবে কর্মরত ছিলেন । দীর্ঘ দিন ধরেই তিনি আইএসআইকে গোপন তথ্য দিচ্ছিলেন বলে ইউপি এটিএস-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে । জানানো হয়েছে,ইউপি এটিএস এই বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে ।।