এইদিন স্পোর্টস নিউজ,০২ ডিসেম্বর : দিল্লিতে আয়োজিত জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করা বর্ধমানের কিশোরী ইশানী গুপ্তা রূপো জয় করে তাক লাগিয়ে দিয়েছে । সোমবার(০১ ডিসেম্বর) ও আজ মঙ্গলবার(০২ ডিসেম্বর) দিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় “অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫” । প্রতিযোগিতাটির পরিচালনায় ছিল ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন । দেশের পাঁচটি জোনের প্রতিটি থেকে প্রতি বিভাগের সেরা দুইজন করে ক্যারাটে খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইস্ট জোনের সভাপতি হানশি প্রেমজিত সেনের নেতৃত্বে পূর্ব বর্ধমানের ইশানী গুপ্তা পূর্বাঞ্চল দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় । প্রতিযোগিতার ১৬–১৭ বছর এবং ৪৮ কেজি মহিলা কুমিতে বিভাগে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে রুপো পদক জয়লাভ করে ইশানী ।
বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, পূর্ব বর্ধমান জেলা থেকে এই প্রথম কোনো খেলোয়াড় ইন্টার জোনালে অংশগ্রহণ করল—যা জেলার ক্রীড়ামহলে অত্যন্ত গর্বের বিষয়। সম্প্রতি ইস্ট জোনে বাংলার হয়ে সোনা জয়ের সুবাদে ইশানী এই জাতীয় স্তরের আন্ত জোনাল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে। ইশানীর এই সাফল্য গোটা জেলাকে গর্বিত করেছে বলে তিনি মন্তব্য করেছেন ।।

