এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৩ আগস্ট : আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’কে নিয়ে বর্তমানে দেশ জুড়ে শোড়গোল পরে গেছে । ‘হ্যাশট্যাগ বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় । বলা হচ্ছে আমির খানের তুরস্ক প্রীতির কারনেই দর্শকদের কোপের মুখে পড়তে চলেছে তাঁর সাম্প্রতিক ছবি ‘লাল সিং চাড্ডা’ ছবিটি ।
প্রসঙ্গত,পাকিস্থানের বন্ধু তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নয় । ২০২০ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে দাঙ্গার পর এরদোগান ভারতের সমালোচনা করেছিলেন । এত নয়াদিল্লি ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল । ভারতবাসীর মধ্যেও তুর্কি সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল । এরই মাঝে ওই বছর আগস্ট মাসে তুরস্ক গিয়েছিলেন আমির খান । দেখা করেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগানের সঙ্গে ।
এমিন এরদোগান ওই বছর ১৫ আগস্ট আমির খানের সাথে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক আমির খানের সাথে ইস্তাম্বুলে দেখা করে আমি খুব আনন্দিত । আমি জেনে আনন্দিত যে আমির তুরস্কের বিভিন্ন জায়গায় তাঁর সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’-এর শুটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন । আমি এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি ।’
এদিকে এমনিতেই দেশের মধ্যে কথিত “অসহিষ্ণুতা” নিয়ে আমিরের মন্তব্যের কারনে অভিনেতার উপর ক্ষুব্ধ ছিলেন বহু মানুষ । তার উপর তুরস্কের ফার্স্ট লেডির এই টুইটের পরেই আগুনে যেন ঘৃতাহুতি হয় । অভিনেতা আমির খানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ । সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগ বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ড চলতে থাকে । নেটিজেনরা শপথ নিয়েছিলেন তাঁরা আমির খানের ছবি কখনই দেখবেন না । ছবিটি রিলিজ হওয়ার মুখেই ফের একবার ছবিটি বয়কটের ডাক উঠেছে । সিনেমা না দেখে সেই টাকা দুঃস্থ শিশুদের মধ্যে খাবার বিলির জন্য রীতিমতো প্রচার চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে । এদিকে সঞ্জয় দত্ত,রণবীর কাপূর অভিনীত ‘শামশেরা’র সুপার ফ্লপের পর প্রায় ১৮০ কোটি টাকা বাজেটের ‘লাল সিং চাড্ডা’র ভবিষ্যৎ নিয়ে ধন্দ্বে রয়েছেন খোদ অভিনেতা আমির খান নিজেই ।।