• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিপিএম কি শীতঘুমে ? রাজশাহিতে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরেও নিরুত্তাপ বামপন্থীদের কটাক্ষ অগ্নিমিত্রা পালের

Eidin by Eidin
November 14, 2024
in কলকাতা, রাজ্যের খবর
সিপিএম কি শীতঘুমে ? রাজশাহিতে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরেও নিরুত্তাপ বামপন্থীদের কটাক্ষ অগ্নিমিত্রা পালের
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ নভেম্বর : বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্ম বাংলাদেশের রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিয়াপাড়ায় । গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী কলেজের মুসলিম ছাত্ররা । স্থানীয়ভাবে এই ঘটনার প্রতিবাদ হলেও পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস,বামপন্থী ও কংগ্রেস এখনো পর্যন্ত নিরুত্তাপ ৷ বিশেষ করে ঋত্বিক ঘটককে নিয়ে ‘আদিখ্যেতা’ করা সিপিএম এই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ব্যাঙ্গ করে বলেছেন, ‘সিপিএম কি শীতঘুমে ?’ 

আজ বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে অগ্নিমিত্রা লিখেছেন,’সিপিএম মিছিল করবে না? সিপিএম কি শীতঘুমে চলে গিয়েছে? আন্তর্জাতিকওয়ালাদের হলো কী? একটা মিছিল নেই। হাঁটি হাঁটি পা পা করে দুফুরের রোদে গলা ফাটিয়ে ইনক্লাব, জিন্দাবাদ স্লোগান নেই!  আলিমুদ্দিন ঘুমিয়ে পড়েছে। শীত আসার আগেই শীতঘুমে। তাই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন দেখতে পারছে না। মহম্মদ ইউনুস এন্ড কম্পানির শাসনে হিন্দুদের উপর অত্যাচার চলেই যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। মারা হচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুঠপাঠ চলছে। ছাড় পাচ্ছেনা ইসকনও।’ 

ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন,’রাজশাহি শহরের মিয়াপুর এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। সেখানেই ছোটবেলা কেটেছে তাঁর। সেই বাড়িই ভেঙে দেওয়া হয়েছে। ঋত্বিক কুমার ঘটকের শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়ি। বাড়িটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও চুপ আগমার্কা বাম নেতারা। অথচ ঋত্বিকের ছবি নিয়ে এদের আদিখ্যেতার শেষ নেই। 

প্যালেস্তাইন  নিয়ে মিছিল করা যায়। আমেরিকান দুতাবাস পর্যন্ত যাওয়া যায়। গরম গরম বক্তৃতা দেওয়া যায়। আর হিন্দুদের উপর আক্রমণ হলেই বিশ্ব মানবতা উধাও….অগ্নিমিত্রা।’ 

প্রসঙ্গত,প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর বাংলাদেশের শাসন ক্ষমতা এখন জঙ্গি গোষ্ঠীগুলির হাতে। প্রতিদিন সেদেশের হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা । এরই মাঝে গত ৫-৬ আগস্ট রাতে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় মুসলিম ছাত্ররা৷ গত ৬ আগস্ট বিষয়টি নজরে পড়লে এর তীব্র প্রতিবাদ জানায় রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা । তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখায় । হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চলচ্চিত্রকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় ।

কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ৬ আগস্ট অফিস খোলার দিন তাঁরা আসেন। তখন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এখানে আসেন। তাঁরা বলতে থাকেন বঙ্গবন্ধুর ছবিটা নামিয়ে নিতে। তখন তাঁরা ব্যানারগুলো নামিয়ে ফেলেন। শিক্ষার্থীরা তখন বলেন, এই জায়গাটা ভেঙে ফেলতে হবে। তখন তিনি প্রশ্ন করেন, ‘এটা কেন ভেঙে ফেলতে হবে?’ পরে সেদিনের মতো শিক্ষার্থীরা চলে যান। পরে সেদিন রাত আটটায় তিনি ফোনে জানতে পারেন, এ বাড়িটি ভাঙা হচ্ছে। তখন এসে দেখেন, ছয় থেকে সাত জন শ্রমিক এটা ভাঙছেন। শ্রমিকেরা তাঁকে জানিয়েছেন, কয়েকজন তাঁদের টাকা দিয়ে এটা ভাঙতে বলেছেন। ছাত্ররা এটা করিয়েছেন। তাঁর ইন্ধনে এটা হয়নি। কারণ, এ জায়গাটা তাঁরা হাসপাতালের আউটডোর ও ইনডোর হিসেবে ব্যবহার করেছেন।

উল্লেখ্য,ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিম পাশে ছিল । ২০১৯ সালে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন রাজশাহীসহ সারা দেশে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। পরে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন। এবারে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির হাতে ক্ষমতা আসতেই ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির নাম নিশান মিটিয়ে দেওয়া হল ।।

Previous Post

বৈদিক স্তোত্র : মন্ত্র পুষ্পম

Next Post

হিন্দু সাংসদ তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
হিন্দু সাংসদ তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প

হিন্দু সাংসদ তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প

No Result
View All Result

Recent Posts

  • ভাতারের প্রত্যন্ত এলাকায় আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করলেন গ্রান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া
  • পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, জখম অন্তত ৬ 
  • সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, পাকিস্তান ও লেবাননের ২ সন্ত্রাসীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত, আহত ২৯ 
  • হিন্দুদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের কাছে গরু জবাই করে বনভোজন করল সন্ত্রাসী গোষ্ঠী জামাত ইসলামির নেতার 
  • বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে সহিংস আন্দোলন হবে বলে জানালেন শেখ হাসিনার পুত্র জয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.