এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ডিসেম্বর : এরাজ্যে দুর্গাপূজা থেকে শুরু করে সর্বশেষ কার্তিক পূজা প্যান্ডেলে হামলার ঘটনা ঘটেছে । তার মধ্যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় কার্তিক পূজোয় ব্যাপক সাম্প্রদায়িক হিংসার শিকার হয়েছে সেখানকার হিন্দুরা । দেবমূর্তিসহ গোটা প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । বেলডাঙার ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি । বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতাকে দাঙ্গা কবলিত এলাকায় যেতে পর্যন্ত দেয়নি পুলিশ । ওই সাম্প্রদায়িক হিংসার পর বেশ কিছুদিন অতিক্রান্ত হলেও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ।
তিনি আজ মুর্শিদাবাদের বেলডাঙার সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন । অগ্নিমত্রা এই বিষয়ে এক্স-এ লিখেছেন,’বেলডাঙা…উত্তর চাই মাননীয়া ।
১. বেলডাঙায় কার্তিক পুজো ঘিরে যে গোলমাল হয়েছিল, সেই গেটের আলো কে লাগিয়েছিল? তাকে গ্রেপ্তার করা হয়েছে?
২. ঘটনার খবর পাওয়ার ৩ ঘন্টা পরে পুলিশ এলাকায় যায়। সাম্প্রদায়িক গোলমাল চলছে। পাঠানো হয় সিভিক পুলিশকে। কেন? বেলডাঙা থানার ওসি কী করছিলেন? উনি কিছু জানতেন না?
৩. সেই ঘটনা সমাজমাধ্যমে যারা ভাইরাল করল, কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কেন হয়নি?
৪. ঘটনার পরে একজন মুসলিম ব্যক্তি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেন। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে? কেন করা হলো না। মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে উভয় সম্প্রদায়ের। শোনা যাচ্ছে, এদের সঙ্গে সেদিনের ঘটনার যোগাযোগ ছিল না। মূল অপরাধীদের কেন ধরা গেল না? কর্তব্যের গাফিলতির অভিযোগে ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন হয়নি?’
সবশেষে তিনি লিখেছেন,’এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলে বুঝে নিতে হবে এই ঘটনা উপর মহলের নির্দেশে করা হয়েছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিজেপি সম্পর্কে ভয়ের পরিবেশ বজায় রাখা উদ্দেশ্য। বেলডাঙার কার্তিক পুজো সম্প্রীতির পরিচয়। দুই সম্প্রদায় যোগ দেয়। কেন হটাৎ গোলমাল লাগানো হলো? তৃণমূল থেকে ওই এলাকার মানুষ মুখ ঘোরাচ্ছে। তাই কী এই ছক?’