এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ নভেম্বর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন যে যদি ৮০ শতাংশ সঠিক এসআইআর হয় তাহলে এরাজ্যের ভোটার তালিকা থেকে নুন্যতম ১ কোটি নাম বাদ যাবে৷ তার আরও দাবি যে এসআইআর ১০০ শতাংশ সঠিক হলে সেই সংখ্যাটা আরও অনেক বেশি হবে । এখন নির্বাচন কমিশনের তরফ থেকে যে খবর আসছে তাতে শুভেন্দুর দাবিই কি সত্যি হতে চলেছে ? এই প্রশ্ন উঠছে । কারন, নির্বাচন কমিশনের খবর অনুযায়ী মাত্র ২৪ ঘন্টায় বাদ গেছে ৪ লক্ষ ভোটারের নাম ।
রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। গননা ফর্ম (এনুমারেশন ফর্ম) বিতরণ ও সংগ্রেহের কাজ সিংহভাগই সম্পূর্ণ হয়ে গেছে । এখন কমিশনের সাইটে গননা ফর্ম আপলোডের কাজ করছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আর তাতেই প্রতিদিন বাদ যেতে শুরু করেছে লক্ষ লক্ষ ভোটারের নাম । কমিশন সূত্রে জানা গিয়েছে,এসআইআরের সোমবার পর্যন্ত ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব ছিল ১০ লক্ষ। ২৪ ঘণ্টা পর সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। অর্থাৎ, মাত্র ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে । সূত্রের খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে এখনও পর্যন্ত কোনও হিসাবই চূড়ান্ত নয়। যেসব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে, সেগুলি হল, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটার । নির্দিষ্ট করে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটারদের নাম অবশ্য চিহ্নিত করা হয়নি ।
এখন এই হারে যদি ভোটারের নাম বাদ চলে যেতে থাকে তাহলে শেষ অব্দি সংখ্যাটা কোথায় পৌঁছবে, এনিয়ে উদ্বেগে রাজ্যের শাসকদল। যদিও সপ্তাহ খানেক আগেই ডবল/ট্রিপল এন্ট্রি প্রায় ১৪ লক্ষ ভোটারের নামের তালিকা রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তথ্যসহ জমা দিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তারপরেও তিনি বারবার দাবি করে আসছেন যে নুন্যতম এক কোটি অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে । এখন আগামী ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করার পরেই বোঝা যাবে যে ঠিক কত সংখ্যক অবৈধ ভোটার রাজ্যের ভোটার তালিকায় ছিল ।।

