এইদিন বিনোদন ডেস্ক,০২ নভেম্বর : মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ আজ শনিবার সকাল থেকে চলা একটা ট্রেন্ড সকলের নজর কেড়েছে । ট্রেন্ডটি হল :"রেস্ট ইন পিস শাহরুখ খান"৷ সাধারণত বিখ্যাত কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় এই ধরনের ট্রেন্ড চলে । তাহলে বলিউড অভিনেতা শাহরুখ খান কি মারা গেছেন ? নাকি এটা নিছকই গুজব ? যদিও অভিনেতার পরিবারের তরফে এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ পাওয়া যায়নি । তবে ঠাকুর সুনীত কুমার এই ট্রেন্ডের বিষয়ে একটা স্ক্রীন শর্ট করে জানিয়েছেন যে আজ ভারতে "রেস্ট ইন পিস শাহরুখ খান" ট্রেন্ড তালিকার ১৬ তম স্থানে রয়েছে । তিনি লিখেছেন, 'রেস্ট ইন পিস শাহরুখ খান",কেন এই প্রবণতা কেউ বলতে পারেন? তাই বলে কোন সীমা থাকবে না! মানে যা খুশি তাই!' তিনি "রিপ সলমান খান" লিখেছেন । অর্থাৎ তিনি সলমন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
রাহুল কুমার লিখেছেন,’: “রেস্ট ইন পিস শাহরুখ খান”, কেন এই প্রবণতা ? এতে চমক লেগে যায় ।অকারণে ভুয়া খবর ছড়ানো হচ্ছে কেন, একটু অন্তত লজ্জা করুন। এই মুহূর্তে আমি কেবল বাড়িটি দেখেছি, আমি নিজেও দেখিনি তাকে ।’
রবি শুক্লা লিখেছেন,’শাহরুখ খান এবং সালমান খানের ভক্তরা কেন ভোরবেলা একে অপরকে শ্রদ্ধা জানাচ্ছেন?শাহরুখের ভক্তরাও সালমান খানের নামের বানান সঠিকভাবে লিখছেন না। “রেস্ট ইন পিস শাহরুখ খান”-মানে যা খুশি তাই ? রিপ সালরান খান।’ বিকাশ বিষ্ণৌই লিখেছেন, ‘কেন এই প্রবণতা? কেউ বলতে পারেন ? কোন সীমা থাকবে না! আমি তো ভেবেছিলাম আসলে তিনি সত্যি সত্যিই ৭২ হুরের সাথে সাথে দেখা করেছেন ।’
পাশাপাশি একজনের একটা পোস্টের স্ক্রীন শর্ট ভাইরাল হয়েছে । তাতে লেখা হয়েছে,’শাহরুখ খান কি মারা গেছেন? খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় শাহরুখের মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছেন তার ভক্তরা। মুম্বাই মিররের খবর অনুযায়ী, মুম্বাইয়ের জয়েন্ট কমিশনার দেবেন ভারতী যখন শাহরুখের দলকে ফোন করেন, তখন তিনি জানতে পারেন যে শাহরুখ একেবারেই ভালো আছেন এবং মুম্বাইয়ে শুটিং করছেন।শ্বেতার পর এবার শাহরুখের মৃত্যুর মিথ্যা খবর, ফ্রেঞ্চ চ্যানেলে ব্রেকিং নিউজ দেখিয়েছে ।’।