ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে কত ফেইশল, ময়েশ্চারাইজার, মাস্ক ইত্যাদি কত কিছুই না করা হয় । তবে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়েছে দুটি ত্বকযত্নের কৌশল। একটি ‘অক্সিজেন স্কিনকেয়ার’। অন্যটি ‘অক্সিজেন ফেইশল’। অনেকেই মনে করেন এসব পদ্ধতিতে ত্বক আরও প্রাণবন্ত, উজ্জ্বল হয়। আর বয়সের ছাপ কমে আসে।।তবে আসলেই কি অক্সিজেন দিয়ে ত্বকের যত্নে দীর্ঘমেয়াদি উপকার মেলে? না কি এগুলো শুধুই সাময়িক ফল দেয়?
ত্বকে অক্সিজেনের ভূমিকা
অক্সিজেন শুধু জীবন ধারনের জন্য নয়, ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানাডাভিত্তিক ‘ফেসেট ডার্মাটোলজি’র প্রতিষ্ঠাতা ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গীতা যাদব রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়, স্থিতিস্থাপকতা কমে যায় এবং বলিরেখা দেখা দেয়।”
যুক্তরাষ্ট্রের ‘ওশেনস ডার্মাটোলজি’র সহ-প্রতিষ্ঠাতা ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ আন্দ্রেই গেরঘিনা বলেন, “অক্সিজেন ত্বকের কোষে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়, যা কোষের পুনর্জন্মে সহায়তা করে। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে মসৃণ, টানটান ও উজ্জ্বল।”
ত্বক কি ‘শ্বাস’ নেয়?
ত্বক শ্বাস নেয়’ কথাটি অনেকেই ব্যবহার করেন, তবে বাস্তবতা ভিন্ন। এই বিষয়ে ডা. গেরঘিনা বলেন, “ত্বক ফুসফুসের মতো অক্সিজেন গ্রহণ করে না। তবে রক্ত সঞ্চালনের মাধ্যমে ত্বকে অক্সিজেন পৌঁছায় এবং সেটা ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি।”
অক্সিজেন ফেইশল: কার্যকর নাকি লাভ নেই?
ত্বকের যত্নে অক্সিজেন পদ্ধতির মধ্যে সবচেয়ে কার্যকর হল ‘অক্সিজেন ফেইশল’। এই প্রসঙ্গে ডাঃ যাদব বলেন, “অক্সিজেন ফেইশলে উচ্চমাত্রার অক্সিজেন সরাসরি ত্বকে প্রয়োগ করা হয়, যা অন্য যে কোনো অক্সিজেন ভিত্তিক প্রসাধনী পণ্যের তুলনায় বেশি কার্যকর।” অন্যদিকে, ডাঃ গেরঘিনা বলেন, “অক্সিজেন ফেইশল ত্বকে তাৎক্ষণিক আর্দ্রতা ও উজ্জ্বলতা এনে দেয়। গবেষণায় দেখা গেছে- এটি মৃদু ব্রণ, একজিমা, সোরায়াসিস ও ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’ নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে। ত্বকের গঠন উন্নত হয় এবং জ্বালা কমে যায়।”
অক্সিজেন ভিত্তিক প্রসাধনী: কতটা কার্যকর?
বর্তমানে বাজারে যেসব অক্সিজেন যুক্ত ক্রিম, সেরাম বা মাস্ক পাওয়া যায়, সেগুলোর কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। ডাঃ যাদব বলেন, “অক্সিজেন একটি গ্যাস। তাই যে কোনো সেরাম বা ময়েশ্চারাইজারে থাকা অক্সিজেন মূলত ফেনা বা বুদবুদের মাধ্যমে অস্থায়ীভাবে প্রকাশ পায়, যা তাড়াতাড়ি মিলিয়ে যায়। এছাড়া প্রসাধনীতে তরলের মধ্যে থাকা অক্সিজেনই একমাত্র কার্যকর উপাদান হিসেবে ধরা যায়।” তবে তিনি এটাও বলেন, “চাইলেই অক্সিজেনযুক্ত পণ্য ব্যবহার করা যেতে পারে। এতে ক্ষতি নেই, তবে ফলাফল হবে অস্থায়ী।”
সমন্বিত পদ্ধতি কি ভালো ফল দেয়?
ডাঃ গেরঘিনা মনে করেন- অক্সিজেন ফেইশল ও অক্সিজেন পণ্য একসঙ্গে ব্যবহার করলে সাময়িকভাবে ভালো ফল পাওয়া যায়।তিনি বলেন,“ফেইশল থেকে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। আর প্রতিদিনের ব্যবহারযোগ্য পণ্য তা ধরে রাখতে সহায়তা করতে পারে ।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এগুলো কখনই দীর্ঘমেয়াদি সমাধান নয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার, নিয়মিত ব্যায়াম এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন ত্বকে প্রাকৃতিকভাবে অক্সিজেন সরবরাহ বাড়ায়। আর ত্বকের প্রকৃত স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।”।