এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ ফেব্রুয়ারী : পাকিস্তান ও সন্ত্রাসবাদ শব্দ সমার্থক হয়ে উঠেছে । হিজবুল মুজাহিদীন, লস্কর-এ-তৈবার মত একাধিক কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে কাজে লাগিয়ে আসছে পাকিস্থান সরকার ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই । এবার বড়সড় হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে আর এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন আইএস খোরাসান । পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি রীতিমতো প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে । নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, টার্গেট কিলিং ও ফিদায়িন হামলার জন্য এসব সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবর । আইএস খোরাসানের প্রশিক্ষণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের অন্য কোনো একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী পোস্ট করার পর বিষয়টি প্রকাশ্যে আসে । এদিকে পাকিস্তান দাবি করে আসছে তাদের দেশে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের অস্তিত্ব নেই ।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে একদিকে এই সন্ত্রাসীদের পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে দূর থেকে কীভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে হয় তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে । এছাড়া বিপজ্জনক অস্ত্রধারী সন্ত্রাসবাদীদের ছবিও রয়েছে, যা থেকে বোঝা যায় তারা এসব অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে । এদিকে চরম আর্থিক সঙ্কটের পাশাপাশি তেহরিক-ই- তালেবান পাকিস্তানের হামলার মুখে পরা পাকিস্তানের নজরই নেই সেদিকে ।
ছবি পোস্ট করা ওই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি জানিয়েছে, তারা আইএস খোরাসানের সাথে যোগাযোগ করেছিল । গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, এই প্রশিক্ষণ শিবিরে টার্গেট কিলিং, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি ফিদায়ে হামলারও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । তবে কোন দেশে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট নয় । গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান,ভারত, পাকিস্তান বা আফগানিস্তানকে টার্গেট করার জন্যই সন্ত্রাসবাদী সংগঠন আইএস খোরাসানের এই প্রস্তুতি ।।