এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৪ ফেব্রুয়ারী : দূর্ঘটনার কবলে পড়ল ইরানের মন্ত্রী হামিদ সাজ্জাদি-এর হেলিকপ্টার । দূর্ঘটনার সময় ক্রীড়া ও যুব মন্ত্রী হামিদ সাজ্জাদি,মন্ত্রীর সহচর এবং ফ্লাইট ক্রু সহ ১৭ জন হেলিকপ্টারে উপস্থিত ছিলেন । এই ঘটনায় মন্ত্রীর উপদেষ্টা মারা গেছেন । সাজ্জাদি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন । বাকিরা আহত হয়েছে । তাদের কারোর হাত অথবা পা ভেঙেছে বলে খবর ।
জানা গেছে,হেলিকপ্টারটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির । বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়, যার ফলস্বরূপ সাজ্জাদি সেরিব্রাল হেমারেজের শিকার হন এবং তার উপদেষ্টা ইসমাইল আহমদী মারা যান । বলা হচ্ছে, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলিকপ্টারটি । কেরমানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামিদ সাজ্জাদি ও তার অন্যান্য সঙ্গীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।।