এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২১ জুন : ইরানে একটি বিশাল ভূমিকম্প হয়েছে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ । দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি স্থল । রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।
তবে পরবর্তীতে দাবি করা হয়,ইরানের কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করছে যে ইরান তার প্রথম পরমানু বোমা পরীক্ষা করেছে এবং যার ফলে কোম শহরে ১০ কিলোমিটারেরও বেশি গভীর গর্ত তৈরি হয়েছে। আর যদি এটি সত্য হয়, তাহলে ইরানে অল আউট আক্রমণ হতে পারে৷ইসরায়েল এবং আমেরিকান ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (HRANA) জানিয়েছে, গত আট দিনে ইরানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭২২ জন নিহত এবং ২,৫৪৬ জন আহত হয়েছে। প্রতিবেদন অনুসারে, নিহতের সংখ্যা ২৮৫ জন বেসামরিক এবং ১৯৮ জন সামরিক কর্মীর মধ্যে রয়েছে, তবে ২৩৯ জনের অবস্থা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলা ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতেই প্রভাব ফেলেছে।।

