এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২০ ডিসেম্বর : সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন ইরানের এক যুবক । হত্যভাগ্য যুবকের নাম হাসান খালখাল জারদ(Hassan Khalkhal Zard) । তাকে পয়লা অক্টোবর ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) এর গোয়েন্দা এজেন্টরা গ্রেপ্তার করেছিল এবং এখন তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গালিকেশের (Galikesh) গনবাদ-ই কাভুস(Gonbad-e Kavus) কারাগারের কোয়ারেন্টাইন ওয়ার্ডে রাখা হয়েছে । তার বিরুদ্ধে তিনি তিনটি গুরুতর অভিযোগ আনা হয়েছে । প্রথম অভিযোগ হল ইসলামের পবিত্র নীতির অবমাননা । দ্বিতীয় অভিযোগ, ইসলামিক প্রজাতন্ত্রের নেতাকে অপমান করা এবং তৃতীয় অভিযোগ হল ধর্মনিন্দা(blasphemy),যে অপরাধে যুবককে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে ।
খালখাল জারদের ইনস্টাগ্রাম পোস্টগুলির উপর ভিত্তি করে তার বিরুদ্ধে ওই সমস্ত অভিযোগে মামলা রজু করেছে ইরানের পুলিশ । কারন তিনি মাঝে মাঝেই ইসলামী প্রজাতন্ত্রের নীতিগুলির জন্য তার হতাশা শেয়ার করেছিলেন ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদ মাধ্যম ইরান ওয়্যারকে জানিয়েছেন,খালখাল জারদ গোলেস্তান প্রদেশের গালিকেশ থেকে এসেছেন, তবে তিনি কয়েক বছর ধরে তেহরানে মোটর কুরিয়ার হিসেবে কাজ করেছেন। গত মে মাসে পরিবারের সাথে দেখা করতে গালিকাশে যাওয়ার সময় তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায় । মোটরসাইকেলটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি ছিল তার জীবিকা এবং এজন্য তিনি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন । আর সেই কারনেই হতাশা থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত পোস্টগুলি করেছিলেন ।
সুত্রটি বলেছে, হাসান খালখাল জারদ তার মামলার আপডেট পেতে প্রসিকিউটরের অফিসে পয়লা অক্টোবর গিয়েছিলেন । কিন্তু প্রসিকিউটর অফিস থেকে হাসানকে আইআরজিসির গোয়েন্দা এজেন্টদের কাছে হস্তান্তর করা হয় । গনবাদ-ই কাভুস কারাগারে স্থানান্তরিত হওয়ার আগে তিনি গালিকেশে গোয়েন্দা বিভাগের আটক কেন্দ্রে ১০ দিন কাটিয়েছিলেন। সূত্রটি বলেছে,’অন্য অনেকের মতো, হাসানও দেশের অবস্থা দেখে অসন্তুষ্ট, ক্লান্ত এবং হতাশ ছিলেন । শুধু ঈশ্বরই জানেন যে তার মতো লোকেদের জন্য কী পরিনতি অপেক্ষা করছে যারা বঞ্চনা ও কষ্ট সহ্য করে ইরানে বেঁচে আছে ।’।