এইদিন ওয়েবডেস্ক,প্যারিস ও লন্ডন,২৫ সেপ্টেম্বর : প্যারিস ও লন্ডনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াল ইরানি বিক্ষোভকারীরা । ফ্রান্সের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী,রবিবার প্যারিসে ইরানি দূতাবাসের সামনে একদল ইরানি বিক্ষোভকারী জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে । কিন্তু বিক্ষোভকারীরা উলটে নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে দেয় । শেষে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ফরাসি নিরাপত্তা বাহিনী ।
অন্যদিকে এদিন একদল ইরানি বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাস ভবনের কাছে যাওয়ার চেষ্টা করলে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী বাধা দেয় । আর তখনই বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে দেয় । ফলে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ।
উল্লেখ্য, মেহসা আমিনিকে খুনের ঘটনার পর কয়েকদিন ধরে ইরানে মারাত্মক অস্থিরতা দেখা দিয়েছে । লাখ লাখ মহিলা ও পুরুষ রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে । বিক্ষোভে রাশ টানতে ইরান সরকার কয়েকদিনের জন্য ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । পাশাপাশি সরকারের প্রতি দেশের মানুষের আস্থা দেখানোর উদ্দেশ্যে কিছু মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে । আর তারা তেহরানের রাস্তায় নেমে দেশের পতাকা নেড়ে সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে ।।