এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ ডিসেম্বর : প্রচন্ড ঠান্ডায় ২৯ আফগানিকে নগ্ন করে ফেলে রেখে মেরে দিল ইরানি পুলিশ । সূত্র বলছে যে ইরানি চোরাকারবারিদের মধ্যে বিরোধের কারণে এই ২৯ আফগানকে ইরানের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল । সূত্র সোমবার ৮ সোবাহ পত্রিকাকে জানিয়েছে যে এই ঘটনায় মাত্র একজন বেঁচে গেছে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে ২৯ জন মারা গেছে।
বেঁচে যাওয়া ব্যক্তির পরিবার বলছে, ইরানি পুলিশ এই ২৯ জন আফগানের জামাকাপড় খুলে ফেলে সম্পূর্ণ নগ্ন করে দেয়, ফলে প্রচণ্ড ঠাণ্ডার কারণে তারা দম বন্ধ হয়ে গেছে । সূত্র আরো জানায়, চোরাকারবারিদের মধ্যে টাকা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তালিবান ও ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানায়নি।
সোমবার সকালে সূত্র জানিয়েছে যে ইরানে চোরাচালানের পথে ঠান্ডা আবহাওয়ার কারণে একজন আফগান মারা গেছে। এর আগে হালুশ নামে একটি মানবাধিকার সংস্থা বলেছিল যে ইরানি পুলিশের গুলি ও ল্যান্ডমাইন বিস্ফোরণে ২০০ জনেরও বেশি আফগান আশ্রয়প্রার্থী নিহত হয়েছে।।