এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১০ জানুয়ারী : মানবাধিকার ওয়েবসাইট “কুর্দপা” প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইরানের কেরমানশাহ প্রদেশের “গিলাংঘার্ব” থেকে ডেলারাম কাজেমি নামে একজন কুর্দি তরুনীকে গত ৬ জানুয়ারী, শহরে গন বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে গ্রেপ্তার করে । কুর্দপা এই প্রতিবেদনে লিখেছে যে গ্রেপ্তারের সময় দেলারাম কাজেমিকে নির্মমভাবে পেটানো হয়েছে ৷ তরুনীকে এতটাই নির্মমভাবে পেটানো হয় যে তার উভয় হাত এবং পাঁজর ভেঙে গেছে ৷
সাম্প্রতিক বিক্ষোভের সময় ডেলারাম কাজেমিকে এটি দ্বিতীয়বারের মত গ্রেপ্তার করা হয়েছে । বিক্ষোভের প্রথম দিনগুলিতে তাকে গ্রেপ্তার করার পর গত ৩ জানুয়ারী, সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের সময় সহিংসতার কারণে শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও এই কুর্দি নাগরিককে অজানা স্থানে আটক রাখা হয়েছে। তরুনী আদপেই বেঁচে আছে কিনা এনিয়ে সংশয়ের মধ্যে রয়েছে পরিবার ।।

